





কথা ছিল ৬ এপ্রিল মুক্তি পাবে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ’চালবাজ’। কিন্তু শাকিব খানের






’চালবাজ’ ১৩ এপ্রিল কলকাতায় মুক্তি পেলেও মুক্তি পাচ্ছে না ঢাকায়। এ নিয়ে হতাশ দর্শক আর






সিনেমা হল মালিকরা।ঢাকার এন ইউ ট্রেডার্সের পক্ষে কামাল কিবরিয়া লিপু সরকারের রপ্তানির






বিনিময়ে আমদানির অধীনে ছবিটি আনতে যাচ্ছিলেন। ’চালবাজ’ ছবিটি আমদানির জন্য ৮ মার্চ তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।
কিন্তু অজ্ঞাত কারণে মন্ত্রণালয় থেকে আমদানিকারককে এপ্রিল মাসে ছবিটি মুক্তি না দিতে বলা হয়। এতে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহমেদ ট্রেডার্সের পক্ষ থেকে হতাশা প্রকাশ করে জানানো হয়, এখন ঈদ ছাড়া ’চালবাজ’ মুক্তি দেওয়া আর সম্ভব নয়। কারণ মে মাসে রমজান থাকায় তখন ছবিটি মুক্তি দেওয়া যাবে না।এদিকে প্রশ্ন উঠে’চালবাজ’ মুক্তি নিয়ে কেন এই ধোঁয়াশা?
জানা যায়, অভিনেতা আলমগীর তার পরিচালিত ’একটি সিনেমার গল্প’ ছবিটি মুক্তি ও ব্যবসা সফল করতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি চাননি এপ্রিল মাসে আর কোনো ছবি মুক্তি পাক। আর এ জন্য তিনি দেশের সর্বোচ্চ স্থান পর্যন্ত দৌড়ঝাঁপ করেছেন শাকিবের চালবাজি বন্ধ করতে।