





অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে এবার তিনি গায়িকা হিসেবেও পরিচিতি লাভ করলেন।






জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’তে সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন তিনি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন






আহমেদের রচনা অবলম্বনে নির্মিত ’কৃষ্ণপক্ষ’ ছবির জন্য তিনি এ সম্মাননা পাচ্ছেন।






ছবিটির মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় প্রথম আত্মপ্রকাশ করেন শাওন। সেই সঙ্গে এবার পেয়ে গেছেন সেরা কণ্ঠশিল্পীর পুরস্কারও।
এপ্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, “হুমায়ূন আহমেদ সবসময় আমাকে গান গাইতে উৎসাহিত করতেন। আমি না চাইলেও জোর করতেন। বলতেন, ’গাও। দেখ একদিন এই গানের জন্যই তুমি স্বীকৃতি পাবে।’ আজ মনে হয় তার কথাই সত্যি হয়েছে। আমি নিশ্চিত, আমার এ প্রাপ্তিতে হুমায়ুন আহমেদও খুব খুশি। ”
২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি মুক্তি পায় মাহিয়া মাহি ও রিয়াজ অভিনীত ’কৃষ্ণপক্ষ’ ছবিটি। হুমায়ূন আহমেদের মৃত্যুর
পর তার রচনা নিয়েই এটিই ছিল প্রথম চলচ্চিত্র। সেসময় বেশ সাড়া জাগিয়েছিল ছবিটি। ছবিটিতে আরও অভিনয় করেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।