Home / মিডিয়া নিউজ / সুজানার অন্যরকম বৈশাখ উৎযাপন

সুজানার অন্যরকম বৈশাখ উৎযাপন

নিজের জন্মদিন, ঈদ, পূজার মতো বৈশাখের আনন্দও প্রতিবন্ধী মানুষদের সঙ্গে কাটালেন নন্দিত

মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। সুজানা জানালেন, প্রতিটি বড় উৎসবের মতো এই বৈশাখও

আমি উত্তরার একটি সংগঠনের প্রতিবন্ধী বাচ্চাদের সঙ্গে কাটিয়েছি। তাদের জন্য নতুন পোশাক ও

গিফট কিনেছি উপহার দেব বলে। খুব সুন্দর একটা সময় কেটেছে আমার। তাদের কাছ থেকে ফেরার

পথে প্রতিবারই মনে হয় এই জীবনে খুব ছোট হলেও কিছু একটা করতে পেরেছি। এই আনন্দে বুক ভরে ওঠে। আমি আজীবন এসব অসহায় মানুষের পাশে দাড়াতে চাই। আল্লাহ যেন আমাকে সেই তাওফিক দান করেন সবার কাছে সেই শুভকামনা চাই।’

নিজের ক্যারিয়ার নিয়ে জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী বলেন, ‘আমিতো ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে কাজ করি। তাছাড়া পর পর অনেকগুলো কাজ কখনোই করতে চাই না। কিন্তু এবার পর পর অনেকগুলো কাজ করেছি। তার মানে এই নয় যে কাজগুলো ভালো হয়নি, ভালো প্রস্তাব পেয়েছি বলেই কাজগুলো করতে রাজি হয়েছি’। প্রিয়দর্শিনী এই তারকা এক সময় নিজেকে বিজ্ঞাপন জগতের রানির আসনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু মিডিয়ার কাজকে কখনোই তেমন গুরুত্ব দেননি। তাই কিছুদিন পরপর বিরতি এনেছেন।

তবে এখন সিরিয়াসলি কাজ করছেন তিনি। বিশেষ করে এখন অভিনয়ে তিনি বেশ মন দিয়েছেন। বর্তমানে তাঁর দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে। যদিও এগুলোর শুটিং অনেক আগেই শেষ করে ফেলেছেন তিনি। তবে ধারাবাহিকে খুব বেশি আগ্রহ পান না সুজানা। তিনি বলেন, ‘আমাদের দেশে এখন আর আগের মতো ধারাবাহিক নাটকের দর্শক নেই। প্রথম কয়েক পর্ব ভালো গল্প দিয়ে বানিয়ে পরে শুধু শুধু কাহিনি বড় করা হয়। তাছাড়া ধারাবাহিকগুলোর শুটিং একটানা হয় না। হুটহাট করে সিডিউল চান পরিচালকরা। তাই একেবারেই ভিন্ন ও ভালো ইউনিট না হলে ধারাবাহিক করতে চাই না।’

ধারাবাহিক নাটক না করলেও সুজানা নিয়মিত কাজ করছেন এক ঘণ্টার নাটকে। সম্প্রতি কাজ করেছেন রিয়াজ, তৌকির আহমেদ ও তাহসানের বিপরীতে। ‘প্রিয় অভিনেতা’ তৌকিরের সঙ্গে প্রথমবার কাজ করেছেন ‘চট্টো মেট্রো’ টেলিছবিতে। এ প্রসঙ্গে সুজানা বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। টেলিছবিটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কাজ করতে গিয়ে তৌকির ভাইয়ের অনেক সহযোগিতা পেয়েছি। সুন্দর মনের মানুষ তিনি। দেরিতে হলেও পর্দায় তাঁর সঙ্গে দেখা হয়েছে। এটা বেশ ভালো লাগছে।’ তৌকির আহমেদ ও সুজানা জাফরের পাশাপাশি ‘চট্টো মেট্রো’তে আরও আছেন সাদিয়া জাহান প্রভা। প্রভার সঙ্গেও সুজানার প্রথম কাজ এটি।shuvjana2
এদিকে, আর ক’দিন পরেই আসছে পহেলা বৈশাখ। বাঙালি জাতির এই ঐতিহ্যবাহী দিনটি ভক্তদের সঙ্গে উদযাপন করতে সুজানা আসছেন নাটক ও মিউজিক ভিডিও নিয়ে। ক্লোজআপ তারকা সালমার গাওয়া ‘আমার মনের ছোট্ট ঘরে, বৃষ্টি ভাইঙ্গা পড়ে’ শিরোনামে গানটির ভিডিওতে দেখা যাবে নন্দিত মডেল সুজানা জাফরকে। তাঁর নায়ক হয়েছেন এ সময়ের জনপ্রিয় তরুণ তুর্কি আশফাক রানা। এ গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন আহমেদ রাজীব। সুজানা বললেন, ‘এই মিউজিক ভিডিওতে আমাকে নতুন লুকে দেখা যাবে। কারণ সালমার গাওয়া গানটি একেবারেই ভিন্ন।

sujanaতাই মিউজিক ভিডিওতে আমি গানের সঙ্গে মিল রেখে সাঁওতালি মেয়েদের সাজে সেজেছি। এই সাজে দর্শক কখনোই আমাকে দেখেননি।’ মিউজিক ভিডিওটি প্রকাশ করছে গাঙচিল আর এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। শুটিং হয়েছে এ মাসের শুরুর দিকে মানিকগঞ্জে। সুজানা বলেন, ‘মিউজিক ভিডিওটি নিয়ে আমি সত্যিই অনেক আশাবাদী। অনেক কষ্টে কাজটি করেছি। মানিকগঞ্জের চরে শুটিং করেছি। প্রচÐ গরম ছিল সেখানে। আশপাশে কোনো বাড়িও নেই যে বিশ্রাম নেব। টানা কাজ করেছি। রোদে পুড়ে, ময়লা পানিতে ভিজে শুটিং করতে হয়েছে। তবে গানটি দেখার পর মন ভালো হয়ে গেছে। দর্শক এটি পহেলা বৈশাখেই দেখতে পাবেন।’

যে বিজ্ঞাপন দিয়ে তিনি আজকের সুজানা হয়েছেন, সেই অঙ্গনটিকে কি ভুলে গেলে চলে? তাইতো এ মাসের শেষের দিকে কলকাতায় যাচ্ছেন নতুন একটি ইলেক্ট্রনিক্স পণ্যের টিভিসির শুটিংয়ে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *