Home / মিডিয়া নিউজ / দুই বান্ধবীর গল্প নিয়ে …

দুই বান্ধবীর গল্প নিয়ে …

শুভ সকাল ডেস্কঃ ডলি জহুর এবং আফরোজা বানু নাট্যাঙ্গনের দর্শকপ্রিয় দুই অভিনেত্রী।

একই স্কুল কিংবা একই কলেজ কিংবা একই বিশ্ববিদ্যালয়ে তাঁরা পড়াশুনা করেননি। যে কারণে

প্রচলিত অর্থে তাঁরা একে অন্যের বন্ধু না হলেও পেশাগতভাবে তাঁরা বহুদিনের পুরনো বন্ধু ডলি এবং বেলী (আফরোজা বানুর ডাক নাম)।

এই দুই বান্ধবীকে নিয়ে পরিচালক রহমতুল্লাহ তুহিন নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ক্ষণিকালয়। মাছরাঙা টেলিভিশনে নিয়মিতভাবে নাটকটি প্রচার হতো। এরই মধ্যে নাটকটির পাঁচশতাধিক পর্ব প্রচারও হয়েছে। এই নাটকে ডলি এবং আফরোজা সম্পর্কে বেয়াইন। দর্শক দুই বেয়াইনের অভিনয়ও বেশ উপভোগ করছিলেন। কিন্তু আর অল্পকিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে দর্শকপ্রিয় এই ধারাবাহিক নাটকটি।

ডলি জহুর বলেন, ‘রহমতুল্লাহ তুহিনের প্রতি কৃতজ্ঞ যে তিনি খুব চমৎকার একটি নাটক দর্শকদের উপহার দিয়েছেন। সেইসঙ্গে আমি, আমার বান্ধবী বেলীসহ সিনিয়র অনেক শিল্পীই নাটকটিতে কাজ করেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নাটকের সঙ্গে। দর্শক ক্ষণিকালয়কে খুব মিস করবে।’

আফরোজা বানু বলেন, ‘এই মুহূর্তে একটি ধারাবাহিক নাটককে দর্শকপ্রিয় করে তোলা অনেক কঠিন ব্যাপার। সেই কঠিন কাজটি তুহিন করতে পেরেছিলেন। ধন্যবাদ তাঁকে। নাটকটিতে কাজ করতে গিয়ে কেমন যেন এক পারিবারিক বন্ধন তৈরি হয়েগিয়েছিল আমাদের মধ্যে। খুব মিস করি ক্ষণিকালয় এবং এই পরিবারের সদস্যদের।’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *