





একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে অভেনাতাদের কত কিই না করতে হয়। কখনও ওজন কমাও






তো কখনও বাড়াও। আবার কখন চুল বড় কর, আবার একদমই ছেটে ফেল। এ সব কিছুই করা হয় চরিত্রের প্রয়োজনে।






এদিকে সম্প্রতি ভাইরাল হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের তেমনই এক ছবি। যা এর আগে দেখেনি কেউ। এই রূপে শাহরুখকে দেখে অনেকেই হকচিকত। এই কি! তাদের বাদশার এমন রূপ কনে?
জানা গেছে খুব সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই তাকে দেখা গেল হাফ ডজন নতুন লুক-এ। ছবিতে তাকে দেখা যাচ্ছে একেবারেই ন্যাড়া মাথায়! তা ন্যাড়া মাথার শাহরুখকে দেখতে কেমন লাগছে? পাঠক দেখে নিন তো ইনিই কি সেই বাদশা?