





আজকের ডাক ও টেলি যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম যেই কোচিং সেন্টারের শিক্ষিকা






ছিলেন সেই কোচিং সেন্টারেরই ছাত্রী ছিলেন অভিনেত্রী অপি করিম। তখন সময়টা অবশ্য ছিল ১৯৮৮ সাল।






সেময় রাজধানীর কলাবাগানে সোনার তরী নামের একটি কোচিং সেন্টার ছিল। আর সেখেনেই শিক্ষকতা করতেন তারানা হালিম। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সেটা ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষার কোচিং। আজ শনিবার সকালে এই তথ্য জানান অপি করিম। ‘অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানের একটি পর্বে অংশ নিয়েছেন তারানা হালিম। তার সঙ্গে আড্ডার শুরুতেই ছিল এই প্রসঙ্গটি।
গত শুক্রবার অনুষ্ঠানের এই পর্বটি ধারণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অপি করিম। উলেখ্য, আজ অভিনেত্রী তারিনও তার ফেসবুকে অপি’স গ্লোয়িং চেয়ার অনুষ্ঠানের কয়েকটি ছবি পোস্ট করেছেন। অনুষ্ঠানটির একটি পর্বে অংশ নিয়েছেন তারিন। তাদের দুজনের দুটি পর্ব ধারণ করা হয় একই দিনে।