





জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার বাবা মোহাম্মদ ওমর ফারুককে হারিয়েছেন চলতি মাসের






১৫ তারিখ। ছয় মাসের বেশি সময় ধরে তিনি ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার






বয়স হয়েছিল ৭২ বছর। অপূর্ব’র বাবা বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৭৩ বছর! বাবার জন্মদিনে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।
তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘বাবা আজ যদি তুমি এখানে কিছু সময়ের জন্য থাকতে, তাহলে আমি বলতে পারতাম, শুভ জন্মদিন বাবা। তখন তুমি আমাকে জড়িয়ে ধরে হাসতে, তোমার চিরচেনা হাসি আমার দিনকে পূর্ণতা দিত। এই প্রথম দিনটিতে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না। জানি, তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে থাকবে। তুমিই তো আমার সেরা পথপ্রদর্শক। বাবা তোমার আত্মা শান্তি পাক। মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক (আমিন)।’
প্রতি ঈদে একাধিক কাজে ব্যস্ততা থাকলেও এবার আগের চেয়ে কম কাজ করেছেন এই অভিনেতা। তবে গত বছর শুটিং করা কিছু কাজ প্রচার হবে। তিনটি চ্যানেল ও দুজন পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়। এবার ঈদে অপূর্ব অভিনীত ২০টির অধিক নাটক প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।