Home / মিডিয়া নিউজ / বিয়ে নিয়ে যা ভাবছেন মোনালিসা

বিয়ে নিয়ে যা ভাবছেন মোনালিসা

ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ মোনালিসা। মাঝে মধ্যে

ছুটিছাটায় উড়ে আসেন ঢাকায়। বছর দুয়েক পর ফের ঢাকায় এসেছেন এই লাস্যময়ী।

স্থায়ীভাবে দেশে ফেরার কোনো পরিকল্পনা আছে কিনা এই প্রসঙ্গে মোনালিসা বলেন, অবশ্যই। দেশতো আমার, অবশ্যই ফিরব। আপাতত যাওয়া-আসার মধ্যেই আছি। ফেরার পরিকল্পনা থাকলে অবশ্যই সবাইকে জানাব। তবে ভালো কিছু করতে চাই, যাতে দেশ আমাকে নিয়ে গর্ব করে।

এদিকে, বিয়ের পরপরই নিউইয়র্কে বসবাস, দুই বছর না গড়তে বিচ্ছেদও এসেছে জীবনে এই মোনালিসার বক্তব্য, যোগ্যতা থাকলে যেকোনো জায়গায় নিজের অবস্থান তৈরি করে নেওয়া যায়। নিজের আত্মবিশ্বাস থাকলে সবকিছুই করা যায়। আমিও সেইভাবেই নিজেকে গুছিয়ে নিয়েছি।

ভবিষ্যতে আবার সংসারের পরিকল্পনা নিয়ে তিনি জানালেন, এখনও মানসিকভাবে প্রস্তুত নই। এখন আর হুট করে কোনো কিছু করব না। ওই রকম কমফোর্টেবল কাউকে পেলে হয়ত চিন্তা করব।

এদিকে এবারের কাজের পরিকল্পনা নিয়ে মোনালিসা জানালেন, কিছু নাটকের কাজ করব, কিছু মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন করব। তবে কাজ কম করব। যেই কাজটা মনে হবে, আমার সঙ্গে যায়, সেটাই করব। আমি যে রকম শুনেছি, এখন জায়গাটা আগের মতো নাই। কাজের মানও অন্যরকম।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *