





চরিত্রের প্রয়োজনে পর্দায় অনেক কিছুই করতে দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের। একেক জন






একেক অভ্যাসে আর ঢঙে নিজেদের চরিত্র ফুটিয়ে তোলেন। কিন্তু তাদের বাস্তব জীবনের কিছু অভ্যাসও






মুগ্ধ করে ভক্তদের। গণমাধ্যম সূত্রে জানা গেছে ঢালিউডের উঠতি তারকা সিয়াম আহমেদের অভ্যাস সম্পর্কে।সম্প্রতি নিজের অভ্যাস সম্পর্কে গণমাধ্যমকে সিয়াম বলেন, ‘অনেককে প্রয়োজনের বেশি উপকার করে ফেলি। যার জন্য আমাকে ভুগতেও হয়। শুধু তাই নয় যাদের উপকার করি, তারা আবার কাজের
সময় মনে রাখে না!’ মানুষের উপকার করা বন্ধ করে দেওয়া তো কোনো সমাধান নয়। তাই আমি আমার মতোই থাকি। এটা যদি বদভ্যাস হয়, এটাকে সঙ্গী করেই পথ চলতে হবে। আরেকটা বদভ্যাস আছে, সেটা নিজের টেম্পার (মেজাজ) কন্ট্রোল করতে না পারা। ’
ছোট পর্দার পরিচিত এ মুখ এবার নায়ক হয়েই দর্শকদের সামনে হাজির হচ্ছেন। নবাগত পূজার বিপরীতে ‘পোড়ামন ২’ সিনেমায় দেখা যাবে এ অভিনেতাকে।
উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ১৪ জুন। সাইমন-মাহি অভিনীত ব্যবসা সফল এ ছবিটি মুক্তির চার বছর পর সিকুয়্যাল হচ্ছে। এ ছবির মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সিয়ামের।