





শোবিজ জগতের দম্পতি হলেও অনেক সময় কাজের প্রয়োজনে নানান অভিনেতা-অভিনেত্রীকেই






বাছাই করতে হয়। সেক্ষেত্রে ভিন্ন মোস্তফা সরয়ার ফারুকী আর নুসরাত ইমরোজ তিশা। বাস্তব জীবনের






পাশাপাশি পর্দায়ও এক একজনের পিছুই ছাড়ছেন না। একাধিক ছবির পর এবার আরো একটি বিজ্ঞাপনেও স্ত্রীকেই মডেল বানিয়েছেন জনপ্রিয় এ নির্মাতা।






‘ডাবর মেথি আমলা হেয়ার অয়েল’-এর বিজ্ঞাপনটি গত সপ্তাহ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হয়েছে। গতকাল থেকে মোস্তফা সরয়ার ফারুকী চিত্রায়নের
কাজ শুরু করেছেন। বিজ্ঞাপনটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে বলে জানান তিশা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও বিজ্ঞাপনটি নিয়ে দর্শকের আলাদা আগ্রহ দেখা গেছে।
বিজ্ঞাপনটি প্রচারের পর এ নির্মাতা ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেন, ভদ্রমহিলার সঙ্গে বহুদিন পর বিজ্ঞাপন করার সুযোগ হইলো। এর চেয়ে অবাক করা বিষয় হচ্ছে অভিনব পদ্ধতিতেই তিশাকে এ বিজ্ঞাপনের জন্য বাছাই করেছিলেন ফারুকী, বিজ্ঞাপনের জন্য সুন্দরী তরুণীর সন্ধান চেয়ে তিনি ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। কমেন্টবক্সে বেশিরভাগই তিশার নামই বলেছেন। পরে তাকে নিয়েই কাজটি করেন।
মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডুব’ চলচ্চিত্রেও কাজ করেন তিশা। চলচ্চিত্রের পাশাপাশি এ নির্মাতার একাধিক বিজ্ঞাপনেও দেখা গেছে তিশাকে।