





দেশের তারকা দম্পতি ফারুকী-তিশা। একজন দেশের নামকরা নির্মাতা, এবং অন্যজন ছোট ও বড়






পর্দায় সমান জনপ্রিয় অভিনেত্রী। পর্দায় নির্মাতা-অভিনেত্রীর ক্যামিস্ট্রি সকলের জানা। কিন্তু একসঙ্গে






তাদের স্থিরচিত্র খুব একটা চোখে পড়ে না। কিন্তু সম্প্রতি তিশা তার ফেসবুক পেইজে ফারুকীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিটি ক্লিক করেছে তাদের পাঁচ বছর বয়সী ভাগ্নে!
হ্যাঁ। পাঁচ বছর বয়সী রিদওয়ান নামের ভাগ্নে ছবিটি তুলেছেন। আর এ কারণেই ছবিটিকে স্পেশাল মনে করে ফেসবুকে দিয়েছেন তিশা। মজা করে লিখেছেন, আমাদের ভাগ্নে রিদওয়ান, বয়স পাঁচ। জীবনে প্রথম ডিএসএলআর ক্যামেরা হাতে পেয়ে মামা-মামীর ছবি তুলে হাত পাকানো শুরু করলো। দোয়া করি বাবা, মামার চেয়েও বড় ফিল্মমেকার হও এবং আমাকে কাস্ট করো!