





দেশের অগণিত ভক্তের কাছে তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। কিন্তু ঘরে কেমন ছিলেন?






কিংবা তাঁর দুই ছেলে নিষাদ-নিনিতের মধ্যে বাবার ছায়া কেমন দেখা যায়? এসব বিষয়ে সম্প্রতি দেশের প্রথম
সারির একটি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তার চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হল-
শাওনকে প্রশ্ন করা হয়, প্রথম দেখায় কি কথা হয়েছিল হুমায়ূনের সঙ্গে?
উত্তরে তিনি জানান, ‘আসলে ঠিকঠাক মনে নেই। জননীর মহড়ার সময় দুটো সংলাপ আমার দিকে দিয়ে বলেছিলেন, ‘এগুলো পড়ো তো।’ আমি পড়লাম। উনি বললেন, ‘সিলেক্টেড।’ এটা অনেকটা অডিশন-টাইপ কথা ছিল।’