





বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৫ মে (শুক্রবার)। এদিন রাতে এফডিসিতে






ভোট গণনার সময় লাঞ্ছিত হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার ওপর হামলার চেষ্টা হয় বলে জানান শাকিব।






সম্প্রতি শাকিব এক সাক্ষাৎকারে জানান, ‘ভোট গণনাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় লাল গেঞ্জি






পরা একটা ছেলে আমাকে পিস্তল তাক করে। আমার বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। তাকে কোনো দিন এফডিসিতে দেখেছি বলে মনে হয় না। সে বহিরাগত।’
এদিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে মিশা সওদাগরের সঙ্গে লাল গেঞ্জি পড়া একটি ছেলের ছবি এখন ফেসবুকে ভাইরাল। কেউ কেউ মনে করছেন, এই লাল গেঞ্জি পরা ছেলেটিই মাঝরাতে শাকিবকে লাঞ্ছিত করার সঙ্গে যুক্ত।
মিশা সওদাগরের সঙ্গে এই ছেলেটির ছবি নিয়ে সিনেমা পাড়ায় শুরু হয়েছে আলোচনা। নির্বাচনের দিন ভোটারের চাইতে বহিরাগতের সংখ্যা বেশি ছিল বলে অভিযোগ রয়েছে। এদিন অনেকেই এফডিসিতে গিয়ে তাদের প্রিয় তারকার সঙ্গে ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেন।
লাল গেঞ্জি পরা এই ছেলেটিও কি প্রিয় অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে ছবি তুলেছেন, নাকি শাকিব যে লাল গেঞ্জি পরা ছেলের দিকে পিস্তল তাক করার অভিযোগ এনেছেন, এই ছেলেটিই সেই বহিরাগত সন্ত্রাসী?
এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে এখন শাকিব ভক্তরা।
রুদ্র মানিক নামের একজন শাকিব ভক্ত বলেন, মিশা সওদাগরের সঙ্গে এই লাল গেঞ্জি পরা ছেলেটির সম্পর্ক কী? এই ছেলেটিই কি মাঝরাতে আমাদের প্রিয় নায়ক শাকিব খানের দিকে পিস্তল তাক করেছিল? এই ছেলেটির পরিচয় প্রকাশ করা হোক।’
শাকিব বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, এত রাতে এফডিসিতে বহিরাগত এলো কোথা থেকে। আরেকজন তো আমাকে ছুরি মারার চেষ্টা করেছে। আমাদের একজন মেকআপম্যান হাত দিয়ে ঠেকিয়ে দেওয়ায় তার হাত কেটে গেছে। এই যে ঘটনা, এসব তো সুস্থ মানুষের কাজ না। এফডিসিতে বহিরাগত ঢুকিয়ে তাদের দিয়েই তো এসব কাজ করানো হয়েছে।’
চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে বহিরাগতদের হাতে শাকিব লাঞ্ছিত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন নায়িকা মৌসুমী, অমিত হাসান, অপু বিশ্বাস, ফারদিনসহ অনেকে। উল্লেখ্য, গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।