Home / মিডিয়া নিউজ / আবারও জুটি বাঁধছেন রিয়াজ-মৌসুমী

আবারও জুটি বাঁধছেন রিয়াজ-মৌসুমী

রুপালি পর্দায় বেশকিছু ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রিয়াজ-মৌসুমী। তারমধ্যে বাংলা চলচ্চিত্রের

আর্কাইভে ‘ধ্রুপদী’ সফল ছবি হিসেবে উচ্চারিত হবে সালাহউদ্দিন লাভলুর ‘মোল্লাবাড়ির বউ’ ছবির নাম।

ছবিটিতে রিয়াজের স্ত্রীর চরিত্রে কাজ করেছিলেন মৌসুমী। সর্বশেষ এই জুটি ‘কুসুম কুসুম প্রেম’ প্রেম ছবিতে অভিনয় করেছিলেন। সেটা প্রায় ছ’বছর আগে কথা। নতুন খবর হচ্ছে, আবারও চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন রিয়াজ-মৌসুমী। এই জুটির নতুন ছবির নাম ‘আমরাও পারি’। যার ইংরেজি ট্যাগ লাইন রাখা হয়েছে ‘ওভার কাম’। এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা পি এ কাজল। তিনি বলেন,

‘ছবিটি নির্মিত হবে বাংলাদেশের মহিলাদের ফুটবল ইতিহাসের গৌরব গাঁথা নিয়ে। এরইমধ্যে ছবিটি নির্মাণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডোরেশনের সভাপতি গাজী সালাউদ্দিন ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহাফুজা আকতার কিরণের অনুমতি নিয়েছি। তারা বিষয়টি সানন্দ্যে গ্রহণ করেছেন এবং অনুমতি দিয়েছেন। তিনি আরও বলেন, ‘ছবির জন্য আমার প্রথম পছন্দ রিয়াজ-মৌসুমীকে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *