





‘প্রতিচ্ছবি’ অ্যালবামে বাঁধন গেয়েছিলেন মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে। এটা এক দশক আগের কথা।






শ্রোতামহলে প্রশংসিত হয়েছিলো গানগুলো। এরই ধারাবাহিকতায় আবার নতুন অ্যালবাম প্রকাশ করেছেন মা-মেয়ে।






এর নাম ‘আবার দু’জনে’। শিল্পী বাঁধন জানান, সিডি অাকারে নয়, অনলাইনে প্রকাশ হয়েছে অ্যালবামটি।
এতে গান রয়েছে দশটি। এর মধ্যে সাবিনা-বাঁধনের দ্বৈত গান তিনটি। এগুলো হলো- ‘ইচ্ছে করে’, ‘এক চোখে’ ও ‘কতো ভালো লাগে এই দিন’। শেষের গানটি নেওয়া হয়েছে ‘অনুরাগ’ ছবি থেকে। সাবিনার গাওয়া পুরনো গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। ‘আবার দু’জনে’ অ্যালবামের গানগুলো লিখেছেন প্রদীপ সাহা, জাহিদ আকবর প্রমুখ। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন মাকসুদ জামিল মিন্টু, রাজেশ ঘোষ ও মন। অ্যালবামটি প্রকাশ করেছে এমসি মিউজিক। অ্যালবামে বাঁধনের গাওয়া ‘দখিনা হাওয়া’র ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। এটি তৈরি করেছেন সৈকত রেজা।