Home / মিডিয়া নিউজ / হতাশা থেকে মুক্তির পথ খুঁজছেন রিয়াজ!

হতাশা থেকে মুক্তির পথ খুঁজছেন রিয়াজ!

ঢাকাই চলচ্চিত্রের রোমান্টিক নায়ক রিয়াজ হতাশা কাটানোর পথ খুঁজে বেড়াচ্ছেন! তিনি কিছুতেই

হাতাশা থেকে বের হতে পারছেন না! এই হতাশা দূর করার জন্য তিনি বিভিন্ন জনের দ্বারে দ্বারেও

যাচ্ছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছেন না। ফলে আরো বেশি হতাশ তিনি! বিষয়টি কি সত্যি! না পাঠক।

এটি তার বাস্তব জীবনের হতাশা নয়। এমন হতাশাগ্রস্থ একজন মানুষের চরিত্রে তাকে দেখা গিয়েছে ‘নাগরিক’ শিরোনামের একটি নাটকে। জিয়াউর রহমান জিয়ার রচনায় ‘নাগরিক’ শিরোনামের ওই নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া ও এবিএম রন্টু। নাটকটির গল্পে দেখা যাবে, স্ত্রী আর এক পুত্র নিয়ে একটি শহরে বসবাস করেন ইনস্যুরেন্স কোম্পানিতে চাকুরিরত সুমন। হাজারো মানুষের দ্বারে ঘুরে বেড়ান একটা পলিসির জন্য। কিন্তু যেখানেই যান কেউ তাকে আর পাত্তা দেয় না। একসময় আর্থিক অনটনের কারণে সংসারের চাহিদা ঠিকমতো মেটাতে ব্যর্থ হন তিনি। পলিসির টার্গেট পূরণ করতে না পারায় শেষমেষ চাকরিটাও চলে যায় তার। এদিকে একমাত্র ছেলে তার নতুন জুতার আবদার! কোনো উপায় না দেখে নিজের মোবাইল আর ঘড়ি বিক্রি করে ছেলেকে নিয়ে যান মার্কেটে। কিন্তু পকেটমার তার মানিব্যাগ নিয়ে গেলে কিছু না কিনেই বাসায় ফিরতে হয়। এভাবেই নিজের জীবন নিয়ে প্রতিনিয়ত হতাশায় ডুবে থাকেন সুমন। সেই হতাশা কাটানোর কোনো উপায় খুঁজে পান না তিনি। অবশেষে মনের দু:খে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। নাটকে সুমন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মৌটুসী বিশ্বাসকে। নাটকটি শুক্রবার, ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছে। এতে বেশ প্রশংসিত হয়েছে রিয়াজের অভিনয়। গল্পটিও দাগ কেটেছে দর্শক হৃদয়ে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *