





কথা রাখতে পারলেন না ঢাকাই সিনেমার একসময়কার জনপ্রিয় নায়িকা শাবনূর। তিনি বলেছিলেন,






‘কোরবানীর ঈদের পর স্লিম হয়ে দেশে ফিরবো’। এমন কথা বলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন






তিনি। কিন্তু তিনি দেশে ফিরে আসলেও রাখতে পারেননি তার দেয়া সেই কথা। সম্প্রতি একটি অনুষ্ঠানে শাবনূরকে বেশ মুটিয়ে যাওয়া অবস্থাতেই দেখা গিয়েছে। প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে আগের অবস্থাতেই দেখা যায় তাকে। শাবনূরকে দেখে অনুষ্ঠানে আগত অনেকেই তাই বলাবলি করছিলেন ‘উনার তো স্লিম হয়ে ফেরার কথা ছিলো!’ তবে যাই হোক না কেন শাবনূরের এক সহকারি জানিয়েছেন, স্লিম হওয়ার ইচ্ছে থাকলেও নানা কাজে ব্যস্ত হয়ে পড়ায় তিনি ঠিকমতো জিম করতে পারেন নি।