





ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার এজ হোটেলে। কোনো কারণ ছাড়া প্রকাশ্য রাস্তায়






নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন মার্কিন মডেল ব্রিসা ডমিনগুয়েজ গ্রেসিয়া।
হোটেলের বিলাশবহুল রুমে গিয়ে উঠেছিলেন ব্রিজা ডমিনগুয়েজ নামে এই মডেল। হোটেলে পৌছে রীতিমত তান্ডব শুরু করে দিলে বিরক্ত হয়েই হোটেল কতৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ যখন রুমে আসেন তখন সে পুরো নগ্ন। পুলিশ তাঁকে শরীর ঢাকতে বললে উল্টো তিনি পুলিশ কর্মকর্তাদের হেনস্থা করেন। এক নারী পুলিশ অফিসার মডেলকে গা ঢাকার জন্য একটি তোয়ালে দিয়েছিলেন।
কিন্তু সেই তোয়ালে দিয়েই ওই মডেল পাল্টা পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করেন। এরপর আরেক পুলিশ কর্মকর্তা লাথি মারেন। পুলিশ অবশ্য শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হন। হোটেলের জিনিস ভাঙ্গা ও পুলিশের গায়ে হাত তোলার জন্য তাকে গ্রেফতার করা হয়। তবে সে সময় সে মাদক সেবন করেছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
২৫ বছর বয়সি ওই মডেলের সেলফি এবং ফটোশ্যুটের ছবি দারুন হিট। ইন্সটাগ্রামে তাঁর প্রায় ৭৪ হাজার ভক্ত রয়েছে। কিন্তু গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে অনধিকার প্রবেশ, পুলিশ অফিসারকে হেনস্থা, মারধরসহ নানা অভিযোগ আনা হয়েছে। যদিও পরে বন্ড সই করে জেল থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।