২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার সময়ে অভাবনীয় ও স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। যে কারণে দ্বিতীয় দফায় হাথুরুসিংহেকে ফের নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বিপিএলে খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, আপনারা জানেন যে, হাথুরুসিংহের সাথে আমার একটা গুড রিলেশন আছে। তার সাথে আমার একটা ফোন আলাপ হয়েছে। এই ব্যাপারটা নিয়ে তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। সেও এই বিষয়টা নিয়ে পজেটিভ। সে বলেছে একটা বড় টিম ম্যানেজমেন্ট থাকুক, কোচিং স্টাফ থাকুক।
জাতীয় দলের এই টিম ডিরেক্টর আরও বলেন, দল যখন বিদেশ সফরে যায় তখন তো আর ম্যানেজমেন্টের সবাইকে নেয়া সম্ভব না। তখন লোকাল কোচরা জাতীয় দলের বাইরে যারা থাকবে, তাদের নিয়ে কীভাবে কাজ করবে। যখন টেস্ট খেলতে দল বিদেশ সফরে যাবে তখন ওয়ানডের প্লেয়ারা একেক সময় একেক জনের সঙ্গে কাজ করে। এখানে নির্দিষ্ট কোচ থাকলে ভালো হয়।
তিনি আরও বলেন, যে দায়িত্বে থাকবে সে জানে তার কাজ কী বা বিশেষ কোনো ক্রিকেটারকে স্পেশাল কোনো কাজ করতে হবে কী না। সেটা হাথুরুসিংহে ভালো জানে, কাকে দিয়ে কী কাজ করাতে হবে। সে আমাকে বলেছে, আমরা কিভাবে এই জায়গায় উন্নতি করতে পারি। সে আসলে এই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত কথা বলব। আমি মনে করি এবার আমরা এই ব্যাপারে সার্থক হবে।