Home / বাংলা নিউজ / এশিয়া কাপ নিয়ে একি বললেন সালমান বাট!

এশিয়া কাপ নিয়ে একি বললেন সালমান বাট!

পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত। দেশটির এমন আপত্তিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা যেন কাটছেই না। বিষয়টির নিষ্পত্তি করতে শনিবার বাহরাইনে বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) জরুরি সভা; কিন্তু তাতেও কাজ হয়নি।

পাকিস্তান ও ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী মার্চে আবারো বৈঠক হবে। সেখানেই চূড়ান্ত হতে পারে এবারের এশিয়া কাপের ভেন্যু। এমন খবরও ছড়িয়েছে যে, স্বাগতিক দেশ আর পাকিস্তান থাকছে না। বরং নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হবে।

এমন প্রেক্ষাপটে অনেকেই বিরক্ত। খেলা নিয়ে এমন রাজনীতি দেখতে চান না তারা। তাদেরই একজন হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তার মতে, এশিয়া কাপ এখন চায়ের কাপে পরিণত হয়েছে। যাকে ইচ্ছা তাকেই অফার করা যায়।

নিজের ইউটিউব চ্যানেলে এশিয়া কাপ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন যে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মার্চের মধ্যেই চলমান সমস্যার সমাধান করা হবে।

সালমান বাট বলেন, ‘এশিয়া কাপ একটি চায়ের কাপে পরিণত হয়েছে, যা সবাইকে অফার (আয়োজনের প্রস্তাব) করা যায়।’

তিনি আরও বলেন, এখন আমাদের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আশা করি, বন্ধুত্বপূর্ণ উপায়ে সমস্যাটির সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *