





ঢাকাই সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন পূজা চেরি। এরপর গত বছর পর পর দুইটি






চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করে সবাইকে বেশ চমক লাগিয়ে দেন।






সেই ধারাবাহিকতায় এখন কাজ করছেন আরও বেশ কিছু চলচ্চিত্রে।
সম্প্রতি পূজা কাজ করছেন নির্মাতা অনন্য মামুনের ‘সাইকো’ নামের ছবিতে। আর এই ছবির শুটিং করতে গিয়েই নতুন অভিজ্ঞতা নিলেন তিনি। বরফ ঘেরা পাহাড়ি অঞ্চলে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা শুটিং করছেন পূজা। যেখানে তার সাথে রোমান্সে মেতেছেন রোশান।
অনন্য মামুন জানান, একই অঞ্চলে তারা তিনটি গানের শুটিং করছেন। যার জন্য পাহাড়ের উপরে কয়েকদিন ধরে অবস্থান করছে পুরো ইউনিট। তবে কোন লোকেশনে শুটিং হচ্ছে তা এই মহূর্তে জানাতে নারাজ এই নির্মাতা।
অনন্য মামুন বলেন, আমরা একেবারেই দুর্গম এলাকায় গানের শুটিং করছি। যদিও লোকেশনের নামটা বলতে চাই না। এখানে শীতের তীব্রতা এতোই বেশি যার কারণে স্থানীয়রা পাহাড় থেকে নিচে নেমে সপ্তাহে একদিন গোসল করেন। আমরাও পাঁচ দিন ধরে গোসল না করেই রয়েছি।
আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এ ছবিতে রোশানকে দেখা যাবে কিডন্যাপ হওয়া পূজাকে উদ্ধার করা একজন অফিসারের চরিত্রে। মেজবাহ উদ্দিনের প্রয়োজনায় এই ছবিতে আরও অভিনয় করছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিক।