





মেকআপ রুমে বসে ইনস্টাগ্রামে পরপর দুটি ছবি শেয়ার করেন সাইফ কন্যা সারা আলি খান।






ছবি দেখে রীতিমত ভিরমি খাওয়ার মত অবস্থা ভক্তদের। ছবিতে সারা আলি খান তুলে ধরেন,
মেকআপ করার সময়ের লুক। সেই সঙ্গে মেক আপ তোলার পর সারাকে দেখতে কেমন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি দু’টি প্রকাশর পরই তা ভাইরাল হয়ে যায়। সারা বর্তমানে কুলি নাম্বার ওয়ান-এর সিক্যুয়েল নিয়ে ব্যস্ত। এই সিনেমায় বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি। ‘কুলি নাম্বার ওয়ান’ এর পাশাপাশি ‘লভ আজকাল’-এও দেখা যাবে সারাকে। পরিচালক ইমতিয়াজ আলির এই সিনেমায় সারার বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান।