Home / মিডিয়া নিউজ / মিথিলার অজানা ১০ তথ্য জানলে অবাক হবেন!

মিথিলার অজানা ১০ তথ্য জানলে অবাক হবেন!

৭ ডিসেম্বর কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের আলোচিত মডেল,

আভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পরে দুই বাংলার বিনোদন

জগতে আলোচনার শীর্ষে রয়েছেন এই তারকা জুটি।

মিথিলার জন্ম ১৯৮০ সালে। বর্তমানে তাঁর বয়স ৩৯ বছর। এই ৩৯ বছরে লেখাপড়া, গান, অভিনয়, শিক্ষকতা, সমাজসেবাসহ সাফল্যের নানা পালক যোগ হয়েছে মিথিলার ক্যারিয়ারে। আজ আমরা পাঠকদের জানাবো মিথিলার অজানা ১০ তথ্য, যেগুলো আপনাকে চমকে দেবে। তো চলুন জেনে নেওয়া যাক__

১) লেখাপড়া

ছোট থেকেই মেধাবী ছিলেন মিথিলা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন আলোচিত এই অভিনেত্রী। এরপর ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় স্নাতকোত্তকর করেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে। বর্তমানে তিনি সুইজারল্যান্ডের জেনেভা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন।

২) থিয়েটারে অভিনয়

পড়াশুনার পাশাপাশি মিথিলা কত্থক, মনিপুরী, ভারতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছেন। নজরুল গীতির সুগায়িকা মিথিলঅর অন্য শখ হল ছবি আঁকা এবং অভিনয় করা। শিশুশিল্পী হিসেবে অভিনয়ও করেছেন পিপলস থিয়েটার গ্রুপে।

৩) মডেলিং

মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন মিথিলা। ২০০২ সালে শুরু করেছিলেন মডেলিং। এরপর বাংলাদেশের বেশ কিছু প্রথম সারির সংস্থার ব্রান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তিনি।

৪) অভিনয়

মডেলিং করতে করতেই আসে অভিনয়ের সুযোগ। মিথিলার অভিনয়ের হাতেখড়ি মিউজিক অ্যালবাম দিয়ে। এরপর টেলিফিল্ম। মিথিলার অভিনীত টেলিফিল্মগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়।

৫) সমাজকর্মী

অভিনেত্রী-মডেল-গায়িকা মিথিলা একজন সফল সমাজকর্মীও। তিনি ব্রাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান। গত ১১ বছর ধরে মিথিলা এই বিষয় নিয়ে কাজ করছেন। এশিয়া ও আফ্রিকার বহু দেশে তিনি শিশুদের উন্নয়ন ও বিকাশ নিয়ে কাজ করেছেন। বাংলাদেশেও তিনি নারী ও শিশু অধিকার আন্দোলনের অন্যতম পরিচিত মুখ।

৬) শিক্ষকতা

শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে মিথিলার। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান স্কুলে শিক্ষকতা করেছেন।

৭) লেখালেখি

এত ব্যস্ততার মাঝেও সময় পেলেই কাগজ-কলম নিয়ে বসে পড়েন। সংবাদপত্র ও নিজ ব্লগে নিয়মিত লেখেন তিনি। ছড়া ও কবিতার পাশাপাশি বাচ্চাদের জন্য লেখা মিথিলার বইগুলোও বেশ জনপ্রিয়। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে মিথিলার লেখা দুটি বই, ‘স্কুলের প্রথম দিন’ এবং ‘লাল বেলুন’।

৮) প্রথম প্রেম-বিয়ে

বছর দুয়েক প্রেম করার পর ২০০৬ সালের আগস্টে মিথিলা বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও সুরকার তাহসান রহমান খানকে। ২০১৩ সালে তাদের একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খানের জন্ম হয়।

৯) বিচ্ছেদ

২০১৭ সালে ভেঙে যায় তাহসান-মিথিলার দীর্ঘ ১১ বছরের সংসার। একটি ফেসবুক পোস্টে দুজনে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

১০) সৃজিতে সঙ্গে দ্বিতীয় বিয়ে

দু’বছর একা থাকার পর ৭ ডিসেম্বর কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জিকে দ্বিতীয় বিয়ে করেন মিথিলা। শুরু করলেন নতুন জীবন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *