





খ্রিস্টান ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারা বিশ্বের খ্রিস্টানরা গুরুত্বের সঙ্গে দিনটি পালন করেন।






বাংলাদেশেও দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। দেশীয় টিভি চ্যানেলগুলোতে এ উপলক্ষে






প্রচার হয় বিশেষ অনুষ্ঠানমালা। তারই ধারাবাহিকতায় বড়দিনে বাংলাভিশনের ফোনোলাইভ
স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ গান শোনাবেন সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী।
এতে গানের পাশাপাশি ডলি সায়ন্তনী কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরাও ফোন করে প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বুধবার রাত ১১টা ২৫মিনিটে বাংলাভিশনে সম্প্রচারিত হবে।
এদিকে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডলি সায়ন্তনী। তারই ধারাবাহিকতায় চলতি বছর নতুন গানও প্রকাশ করছেন। আরো বেশ কয়েকটি নতুন গানের কাজও শেষে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, নব্বই দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। আধুনিক গানের পাশাপাশি, লোকগান কণ্ঠে তুলেও যিনি মন জয় করেছেন অসংখ্য শ্রোতার। ১৯৮৯ সালে ‘হে যুবক’ নামের একক অ্যালবাম দিয়ে যাত্রা হয় ডলি সায়ন্তনীর। প্রথম অ্যালবামই সুপারহিট! এ পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।