Home / মিডিয়া নিউজ / শাবনূর আমার নায়িকা: আসিফ

শাবনূর আমার নায়িকা: আসিফ

গায়ক আসিফ আকবর অভিনয়ে নাম লিখিয়েছেন। তার প্রথম ছবি গহীনের গান

মুক্তি পেয়েছে। স্বভাবতই পুলকিত গায়ক থেকে নায়ক হওয়া আসিফ।

২৩ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ‘গহীনের গান’

সিনেমার গেট টুগেদার অনুষ্ঠিত হয়। এই আয়োজনে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে সিনেমাটির নায়ক আসিফ আকবরকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর।

শাবনূরকে পাশে পেয়ে উচ্ছ্বসিত হন আসিফ। আসিফ ঘোষণা দেন, ‘আজকের এই অনুষ্ঠানে আমাকে ভালবাসা জানাতে এসেছেন একজন, তিনি শাবনূর, আমার নায়িকা। আমার বিখ্যাত গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ নামের যে সিনেমা তৈরি হয়েছে তার নায়িকা শাবনূর। আজ তাকে আমার সিনেমার আয়োজনে পেয়ে আমি খুবই আনন্দিত।’

অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, অর্চিতা স্পর্শিয়া, সেলিনা আফ্রি, গীতিকবি শহীদুল্লাহ ফরাজি, নির্মাতা হাসিবুর রেজা কল্লোল, রায়হান রাফী ও ক্রিকেটার আশরাফুল।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *