





গতকালই নয়াদিল্লীতে অনুষ্ঠিত হল ৬৬ তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠান। বলিউড থেকে টলিউডের






পরিচালক থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতারাও। আর সেখানে পরিচালক সৃজিত






মুখোপাধ্যায়ও পুরস্কার গ্রহণ করেন। তিনি তাঁর সিনেমা ‘এক যে ছিল রাজা’ ছবির জন্য পুরস্কার পান।
পুরস্কার পাবার পর যদিও সব কৃতিত্বই তিনি যীশু সেনগুপ্ত এবং মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুকে দিয়েছেন। ইতিমধ্যেই তাঁর এই ছবি ২৩টি পুরস্কার পেয়েছে। ঘুরে এসেছে ৮টি ফেস্টিভ্যাল থেকে। পুরস্কার নিতে গতকালই দিল্লিতে পৌঁছে যান পরিচালক। ঘিয়ে রঙের পাঞ্জাবিতে খাঁটি বাঙালি সাজেই পুরস্কার নিতে উপস্থিত হয়েছিলেন তিনি।
পুরস্কার নেওয়ার সেই খবরের পর সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে তাঁকে শুভেচ্ছা জানানোর ভিড়। তাঁকে বিশেষ শুভেচ্ছা জানান যীশু। কমেন্টের সঙ্গে পাঠান একগুচ্ছ চুমুর ইমোজি। তাই দেখে পরিচালক আবার মজা করে যীশুকে উত্তর দিয়েছেন-তাঁদের এত ভাব ভালোবাসায় এবার কিন্তু মিথিলা রেগে যাচ্ছে। তবে এসব কিছু বাদ দিয়েও ছাপিয়ে গিয়েছে মানুষের ভালোবাসা। দুই বাংলা থেকেই অগণিত মানুষের শুভেচ্ছা বার্তা পেয়েছেন পরিচালক। বাংলা সিনেমাকে এভাবে তুলে ধরার জন্য সাধুবাদও জানিয়েছেন দর্শকরা।