





জায়েদ খানের ক্লান্তি ভর করেছে চোখে-মুখে, তবুও মিট-মিটে হাসি। এদিকে অভিনেত্রী মৌসুমীকে






দেখা যাচ্ছে গ্রামের গৃহবধুর বেশে। এমন রূপ নিয়েই তারা সেলছি তুলেছেন, আর মুহূর্তেই তা ভাইরাল।






এটি মূলত ‘সোনার চর’ ছবিতে জায়েদের সঙ্গে মৌসুমীর সেলফি। সেই ছবিটি রীতিমতো ভাইরাল নেটপাড়ায়। প্রথমবারের মতো ওমর সানী ও মৌসুমীর সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন জায়েদ খান। ছবিটির নাম ‘সোনার চর’। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাসিত জায়েদ। বলছেন এটা তার স্বপ্ন পূরণ। কারণ যাদের ছবি দেখে দেখে বড় হয়েছেন তাদের সঙ্গেই করছেন অভিনয়।
‘সোনার চর’ সিনেমার সেটের কিছু স্থিরচিত্র এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওমর সানী মৌসুমী ও জায়েদ খানকে বেশ খুশ মেজাজেই দেখা গেছে। এতে করে এতোদিন ধরে তাদের মধ্যকার যে বিরোধের কথা চলে আসছিল তার জবাব মিললো। সোনার চর ছবি পরিচালনা করবেন জাহিদ হোসেন। এই ছবিতে মৌসুমীকে জায়েদ খানের নায়িকার বড়বোনের চরিত্রে দেখা যাবে।