





দুই বছর পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ।






শুক্রবার (২৫ অক্টোর) সকাল ৯টায় শুরু হওয়া এই নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন চিত্রনায়ক






ইলিয়াস কাঞ্চন। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইলিয়াস কাঞ্চনের
পর ভোট দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচনে তিনি এবার সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে একাই লড়ছেন। ভোট দানের পর নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মৌসুমী বলেন, ‘নাইস ওয়েদার। সিকিউরিটি অনেক ভালো। কখনো এমন হয়নি এ পর্যন্ত। প্রশাসনিক দিক থেকে আমরা প্রচণ্ড হেল্প পাচ্ছি। অসাধারণ একটি পরিবেশ। বিশাল একটা আয়োজন। সব কিছু মিলে ভালো লাগছে।’
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোট শুরুর দিকে ভোটারের উপস্থিতি ছিল অনেকটা কম। তবে বেলা যত গড়াচ্ছে তারকা ভোটারদের উপস্থিতি তত বাড়ছে। সকাল থেকেই ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এফডিসির ভেতরে ও বাইরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।