





‘চরিত্রের প্রয়োজনেই ১৫ জনের সামনে উলঙ্গ হয়েছি’






তার গায়ে নেই কোনো পোশাক। চোখেমুখে আতঙ্ক। একরাশ বুকে চাপা কষ্ট।






চুখ-মুখের ভাষায় প্রকাশ হচ্ছে এসব। সম্প্রতি আমলা পালের এমনই একটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।
তামিল ছবি ‘আদাই’ তে এমনই চরিত্রে দেখা যাবে আমলা পালকে। ইতোমধ্যে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ১ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলারে তাকে খোলামেলায় দেখা যায়। এটি পরিচালনা করেছেন রত্না কুমার। একজন ধর্ষিতার নারীর চরিত্রে অভিনয় করেছেন নায়িকা। আর এই চরিত্রের সামনে ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি তার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলেন, আমি যখন সিনেমায় গল্প শুনি তখনই আমাকে পরিচালক জানিয়েছিলেন এমন সাহসী একটি চরিত্রে অভিনয় করতে হবে। আগেই জানিয়েছিলেন যে গায়ে শুধু সূক্ষ্ম পোশাক থাকবে। আমি তখন তাকে বলি, এ বিষয়ে চিন্তা করতে হবে না।
সাক্ষাতকারে তিনি আরো বলেন, শুটিংয়ের সময় ঘরে ১৫ জন লোক ছিলেন। তাদের সামনেই উলঙ্গ হই। তবে ক্রু মেম্বারদের ওপর ভরসা না থাকলে তিনি সেদিন উন্মুক্ত শরীর নিয়ে অভিনয় করতে পারতেন না।
তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্কিত হয়েছেন এই অভিনেত্রী।