Home / মিডিয়া নিউজ / সজল-ফারিয়ার বিয়ে ২০২৩ সালে?

সজল-ফারিয়ার বিয়ে ২০২৩ সালে?

নয়ন সব কিছুতে সফল একজন মানুষ। পরিকল্পনা করে সব কিছু করতে পছন্দ করে। লেখাপড়ায়

সব সময় ভাল করেছে। পরিকল্পনা মাফিক লেখাপড়া শেষে ব্যবসা শুরু করে। তাতে ও সফল।

কিন্ত এতোসব পরিকল্পনার মাঝে একটা প্লান খুবই আপত্তিকর ছিল। বিশেষ করে তার মায়ের কাছে। সেটা হলো সে ২০২৩ সালের আগে সে বিয়ে করবে না।

তার মা অনেক চেষ্টা করিয়েও তাকে বিয়ে করাতে রাজি করতে পারেনি। ঘটনা ক্রমে নয়নের নিচের ফ্লাটে তার মায়ের বান্ধবী আমেনা বেগম কিছু দিনের জন্য থাকতে আসে। তার মেয়ের নাম তিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে। খুবই বুদ্ধিমতী। নয়নের মা এক সময় তিনাকে দায়িত্ব দেয় নয়নকে বিয়েতে রাজি করানোর জন্য।

এরপর তিনা নানান কৌশল করে নয়নের উপর বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। নয়ন আবার তার কৌশল দিয়ে সেগুলো এড়িয়ে যায়। এই নিয়ে তাদের ঝগড়া ঝাটি লেগেই থাকে। একটা সময় বেড়িয়ে আসে ২০২৩ সালের আগে নয়নের বিয়ে না করার রহস্য। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বিয়ে ২০২৩ সালে’।

নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবদূন নুর সজল ও শবনম ফারিয়া। নাটকে সজলের চরিত্রের নাম নয়ন আর ফারিয়ার নাম থাকে টিনা। সাইফুর রহমান কাজলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাওলাদার।

নির্মাতা জানান, ‘বিয়ে ২০২৩ সালে’ নাটকটি আসেছ ঈদুল আযহায় যে কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *