





ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে ৭২টি ছবিতে অভিনয় করেছেন।






গত বছর আব্দুল মান্নানের ‘পাংকু জামাই’ ছবিতে শেষবার দেখা যায় তাঁদের। মাঝখানে






দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। প্রকাশ্যে কেউ কারো ছায়াও মাড়াতে চান না।
অথচ শাকিবের ভক্তরা এখনো যেমন তাঁর বিপরীতে অপুকে দেখতে চায়, তেমনি অপুর ভক্তরাও চায় শাকিবকে।
ভালোবাসাটা আরো বেশি লক্ষ করা যায় দুজনের ফ্যান পেজ দেখলে। একই গতিতে বাড়ছে দুজনের ফ্যান-ফলোয়ার। শাকিব খানের ফ্যান-ফলোয়ার এখন ২৭ লাখ ২৮ হাজার, অন্যদিকে অপুর ২৭ লাখ ৬৬ হাজার।
২০১৬ সাল পর্যন্ত পেজ দুটির অ্যাডমিনের দায়িত্ব পালন করা দলের অন্যতম সদস্য ছিলেন কবির হোসেন সাদ্দাম। তিনি বলেন, ‘বিষয়টি দুই বছর ধরে খেয়াল করছি। প্রতিদিন সমান হারে দুজনের ফ্যান বাড়ছে।
শুরুতে অপু একটু এগিয়ে ছিলেন, কিন্তু এখন সেই ব্যবধান কমেছে। অবশ্য এর পেছনে আলাদা কোনো কারণ আছে বলে মনে হয় না। বরং দুজনের প্রতি ভক্তদের সমান ভালোবাসার ফলই এটি।’