Home / মিডিয়া নিউজ / ৩৫০ জোড়া জুতা অক্ষয়ের

৩৫০ জোড়া জুতা অক্ষয়ের

অক্ষয় কুমার ও তার লেখক স্ত্রী টুইঙ্কেল খান্নার মধুর সম্পর্কের কথা কারও অজানা নয়। সম্প্রতি

স্বামীকে নিয়ে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া’স মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাবেক এই বলিউড অভিনেত্রী।

অনুষ্ঠানে সেরা স্টাইলিস লেখিকা হিসেবে পুরস্কার জিতেছেন টুইঙ্কেল খান্না। আর সেখানেও স্বামীর সঙ্গে খুনসুটিতে মেতে থাকতে দেখা গেছে তাকে। যার ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেরা স্টাইলিস লেখিকা হিসেবে টুইঙ্কেল পুরস্কার পাওয়ায় অক্ষয়ের অনুভূতি কী? এমন প্রশ্নের জবাবে বলিউডের এই অভিনেতা বলেন- ‘স্টাইলিশ অ্যাওয়ার্ডের মতো এমন একটি গুরুত্বপূর্ণ পুরস্কার যখন কেউ পায় সত্যি খুব ভালো লাগে।’

এরপর অক্ষয়কে প্রশ্ন করা হয় টুইঙ্কেল তার স্টাইলের ক্ষেত্রে কোনো প্রভাব খাটায় কিনা? জবাবে বলিউডের এই অভিনেতা বলেন, ‘শতভাগ।’

কিন্তু বিষয়টির সঙ্গে অমত জানিয়ে টুইঙ্কেল বলেন- ‘এমন একদমই না। আমার চাইতেও বেশি জুতা আছে তার (অক্ষয় কুমার)। বলতে গেলে প্রায় ৩৫০ টি। এমনকী সে গোলাপি, সবুজ, গাঢ় বেগুনী, হলুদ এসব রঙের প্যান্ট পরে। যা আমি তাকে কখনও কিনতে বলিনি।’

স্ত্রীর এমন জাবাবে মজা করে অক্ষয় বলেন- ‘না না টিনা! এটি স্টাইলিশ অ্যাওয়ার্ড শো গল্প করার অ্যাওয়ার্ড শো নয়।’

অক্ষয় কুমার এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। এছাড়া আরও দেখা যাবে দিলজিৎ দশাঞ্জ ও কিয়ারা আদভানিকে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *