





মরণব্যধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে ২০১৬ সালের ২০ মার্চ মৃত্যুর কাছে হার মানেন






জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।






এদিনে তাকে স্মরণ করেছেন ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান।
ফেসবুকে দিতির সঙ্গে নিজের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’- সত্যিই তাই। দিতি আপু, তুমি আছো আমাদের হৃদমাঝারে। তোমাকে ভুলিনি। ভুলবোনা। অনন্ত ভালোবাসা তোমার জন্য।
১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন দিতি। ১৯৮৪ সালে এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। দিতি অভিনয় করেছেন দুই শতাধিক ছবিতে।