Home / মিডিয়া নিউজ / চলচ্চিত্রে ফিরব, তবে হুট করে নয়: শখ

চলচ্চিত্রে ফিরব, তবে হুট করে নয়: শখ

ছোটপর্দায় ব্যস্ত অভিনেত্রী আনিকা কবির শখ। মূলত নাটক দিয়েই তাকে চেনেন দর্শকরা। মাঝে

একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন শখ। দর্শকরা আশা করেছিল, শখ বোধহয় নিয়মিতই হচ্ছেন বড় পর্দায়। কিন্তু সেটা আর হয়ে উঠেনি।

শখ এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, চলচ্চিত্রে আমি কাজ করতে চাই। তবে হুট করে নয়। সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই চলচ্চিত্রে ফিরতে চাই। ব্যাক্তিগত সব সমস্যা পেছনে ফেলে আপতত নাটক নিয়েই সন্তুষ্ট থাকতে চাইছেন শখ।

এবার ঈদের গতবারের চেয়ে বেশি নাটকে দেখা যাবে তাকে। গত ঈদের মতো এবারের ঈদেও শখ সাগর জাহানের রচনা ও নির্দেশনায় ৭ পর্বের ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

শখ বলেন, সাগর ভাইয়ার নির্দেশনায় কাজ করাটা সবসময়ই আমি দারুণ উপভোগ করি। তাছাড়া সঙ্গে যখন মোশাররফ ভাই (মোশারফ করিম) থাকেন কো-আর্টিস্ট হিসেবে তখন কাজটাও হয়ে ওঠে উপভোগ্য। মাঝে শখের একটি চলচ্চিত্র মুক্তি পেলেও এরপর আর কোনো খবরে নেই তিনি।

ঈদে শখকে আরও দেখা যাবে হিমেল আশরাফের ‘হ্যালো আর জে’ নাটকে। শামীম জামানের ১টি, মাবরুর রশীদ বান্নাহর ৩টি নাটক ছাড়া আরও বেশকিছু নাটকে অভিনয় করছেন শখ। এছাড়া সাগর জাহানের আরেকটি খণ্ডনাটকে দেখা যেতে পারে তাকে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *