Home / মিডিয়া নিউজ / অভিনয়ে আসছেন অমিতাবের নাতনি নব্য

অভিনয়ে আসছেন অমিতাবের নাতনি নব্য

বেশ কিছু দিন থেকেই ইন্টারনেটে তার ছবি ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে। কখনও শাহরুখের

ছেলের সঙ্গে বিতর্ক, তো কখনও গোটা পরিবারের সঙ্গে সেলফি তুলে। অমিতাভ বচ্চনের নাতনি

বলে কথা। তিনি যে নজর কাড়বেনই এতে আর অবাক হওয়ারই বা কি আছে! অমিতাভের মেয়ে

শ্বেতা এবং জামাই নিখিল নন্দার মেয়ে নব্য নভেলি নন্দার অনেক দিন থেকেই অভিনয়ে আসা নিয়ে লোক মুখে শোনা যাচ্ছিল কানাঘুষো। সত্যিই এ বার অভিনয়ে আসতে চলেছেন নব্য। তবে এখনই বলিউডে নয়, প্যারিসের অপেরায় অভিনয়ে হাতে খড়ি হতে চলেছে নব্যার। প্যারিসের ছবি ‘লে বল দেস ডেবুটানটেস’-এ অভিষেক হতে যাচ্ছে তার।

আগামী ২৮ নভেম্বর প্যারিসের হাই সোসাইটি ডেবিউটান্ট লা বলে আত্মপ্রকাশ করবে ২৫ জন কিশোরী। এদের মধ্যেই এক জন নব্য। অনুষ্ঠানের আগে কুতুর গাউনে সেজে রিহার্সাল দিয়ে নিয়েছে ১৭ বছরের নব্য। রিহার্সালের সেই ভিডিও প্রকাশ করেছেন গর্বিত বাবা, মা নিখিল ও শ্বেতা।

চোখে একরাশ স্বপ্ন নিয়ে চওড়া হাসিতে নব্যা জানায়, ‘আগে কোনও দিন এ রকম কিছু করিনি। আমি খুব উত্তেজিত, তবে বেশ নার্ভাসও লাগছে। এখন নাচ শিখছি, পোশাক পরে ফিটিং ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। শোওয়ার ঘরেও হিল পরে হাঁটছি। মনে হচ্ছে স্টেজে উঠলেই পড়ে যাব!’

মেয়ের মেকআপের জন্য প্যারিসের বিখ্যাত মেক আপ আর্টিস্টের সঙ্গে কথা বলে রেখেছেন শ্বেতা। নব্যার কুতুর গাউন ডিজাইন করেছে ডিওর। নবাগতদের আত্মপ্রকাশের জন্যই প্যারিসের ডেবিউটান্ট লা বল। যেই মেয়ের শরীরে বইছে বচ্চন-কাপুর পরিবারের রক্ত তার আত্মপ্রকাশ যেন এমন অভিজাত মঞ্চেই মানায়।

নব্য নভেলি নন্দা লন্ডনের সেভেন ওকস স্কুলের ছাত্রী।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *