Home / মিডিয়া নিউজ / কবর পর্যন্ত একসঙ্গে থাকতে চান সানী-মৌসুমী

কবর পর্যন্ত একসঙ্গে থাকতে চান সানী-মৌসুমী

চলচ্চিত্রের সুখী দম্পতি বলা হয় ওমর সানী ও মৌসুমীকে। দাম্পত্য জীবনের ২৬ বছর পূর্ণ করেছেন তারা।

করোনার কারণে তেমন কোনও আয়োজন না রাখলেও এই দুই তারকার ভক্তরা তাদের ফেসবুক ফ্যানক্লাবসহ সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

সানী-মৌসুমীও ঘরোয়াভাবে উদযাপন করছেন দিনটি। কেককাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দোয়া চেয়েছেন তারা। জানিয়েছেন, জীবনের অন্তিম মুহূর্ত কবর পর্যন্ত এমন সুখের জীবন পার করতে চান।

একসময়কার আলোচিত চিত্রনায়ক সানী ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌, ২৬ বছর পার করলাম। আপনাদের দোয়াতে পরিবার পরিজন, বন্ধুবান্ধব, ফিল্ম ক্লাব, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, চলচ্চিত্রবান্ধব সবাইকে নিয়ে যেন চলতে পারি। তার চেয়ে বড় আমাদের ভক্ত; আপনাদের দোয়াতে বাকি জীবন যেন কবর পর্যন্ত যেতে পারি, দোয়া করবেন।’

১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। তবে কাউকে না জানিয়ে বিয়ে করায় পাঁচ মাস পর ২ আগস্ট তারা আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সে হিসেবে তাদের ২৬তম বার্ষিকী সোমবার (২ আগস্ট)।

তাদের দুই সন্তান, ছেলে ফারদিন এহসান স্বাধীন ও কন্যা ফাইজা। গত ২৬ মার্চ স্বাধীন কানাডা প্রবাসী সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *