





খবর মিলেছে, সাম্প্রতিক সময়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ৬ জন বিশেষ মানুষ






নিয়ে শহরের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন! যাদের প্রত্যেকেই বোকা ঘরানার।






না, এটা তার পারিবারিক বা ব্যক্তিগত কোনও বিষয় নয়।
সূত্র বলছে, যেখানেই তারা যাচ্ছেন সঙ্গে থাকছে শুটিং ইউনিট! ঢাকা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে, বাড়ির ছাদে, বাসস্ট্যান্ডে, লেকের পাড়ে ফারুকী ঘোরাঘুরি করছেন বোকার দল নিয়ে।
এই ছয় বোকা আসলে কারা? কিংবা তিনি কী উদ্দেশ্যে তাদের নিয়ে ঘুরছেন, জানতে চাইলে ফারুকী বলেন, ‘বোকাদের নিয়ে কী করছি, সেটা সময় হলেই জানতে পারবেন। আপাতত এটুকু বলা যায়, শহর ঘুরিয়ে বোকাদের চালাক বানানোর চেষ্টা করছি। কারণ, এই যুগে চোখ-কান খোলা না রাখলে চলে না। আগে ওদের একটু চালাক বানাই, পরে বিস্তারিত বলবো।’
মোস্তফা সরয়ার ফারুকীর কথায় এটুকু স্পষ্ট, শিগগিরই পর্দায় হাজির হচ্ছেন বিশেষ চমক নিয়ে। যে চমকের ফ্রন্টলাইনার হিসেবে থাকছেন ছয় জন বোকা মানুষ! তবে সেটি সিনেমা, বিজ্ঞাপন নাকি ওয়েব সিরিজ- এখনই বলা মুশকিল।
ফারুকীর রহস্যময় অনুরোধ, ‘সজাগ থাকুন, সব জানতে পারবেন।’
তবে অনুমান করা হচ্ছে, আন্তর্জাতিকভাবে আলোচিত এই নির্মাতা নতুন আবহে বিশেষ প্রজেক্টের উদ্যোগ নিয়েছেন। যা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।