





শিরোনামটি বিশ্বাস করুন, একটুও মিথ্যা নয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী






সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস।






বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।






জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ৫ কাউন্সিলরের একজন হিসেবে কাবাডি ফেডারেশনের সদস্য হয়েছেন অপু। নির্বাচিত ২৫ সদস্যের কমিটিতে একমাত্র অপু বিশ্বাসই নারী।
কাবাডির সঙ্গে যুক্ত না থেকেও কেমন করে এই নায়িকা নির্বাচিত হলেন, সেটাই সবার কাছে এখন বড় প্রশ্ন কিংবা বিস্ময়। জবাবে ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘কাবাডির প্রচারণার জন্য বিভিন্ন সময়ে অনেক নায়ক-নায়িকাকে খেলা উদ্বোধন করতে এনেছি। এরমধ্যে কাবাডির প্রতি অপু বিশ্বাসের আগ্রহ, তার কথাবার্তা আমাদের ভালো লেগেছে। উনি এখন থেকে কাবাডির শুভেচ্ছাদূত হিসেবে সারা দেশে কাজ করবেন। কাবাডিকে আরও জনপ্রিয় করতে তার তারকা খ্যাতিকে আমরা কাজে লাগাতে চাই।’
জানা গেছে, দেশের অন্যতম জনপ্রিয় খেলা কাবাডি এতদিন পরিচালনা হচ্ছিল অনির্বাচিত কমিটি দিয়ে। ৯ বছর পর এবারই প্রথম নির্বাচন ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী ২৪ মার্চ হওয়ার কথা ছিল এই নির্বাচন। কিন্তু কার্যনির্বাহী কমিটির কোনও পদেই একাধিক নাম জমা না পড়ায় নির্বাচনের আর প্রয়োজন পড়েনি। তাই অন্যদের সঙ্গে আগাম নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাসও।
এ বিষয়ে অপু বিশ্বাসের সঙ্গে দুপুর থেকে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি।