





প্রায় এক দশকের অভিনয় জীবন চিত্রনায়ক সাইমন সাদিকের। তবে কখনও বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করা হয়নি। এবার সেটিই করলেন।






প্রথমবারের মতো বিজ্ঞাপনে অংশ নিলেন এ অভিনেতা। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের হয়ে কাজটি করেছেন তিনি। এতে তার সহকর্মী পূর্ণিমা বৃষ্টি।
সাইমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং করেছি। এর গল্প ভাবনা বেশ ভালো লেগেছে। কাজটিও অসাধারণ হয়েছে। পুরোটা সময় উৎসবের আমেজ কাজ করেছি। দারুণ অভিজ্ঞতা।’
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনায় ছিলেন এস আরিফিন অলিভ।
এতে বর ও কনে সাইমন-পূর্ণিমা বৃষ্টি। সদ্য বিয়ে করেছেন তারা। নববধূকে নিয়ে বেড়াতে যাবেন সাইমন। এ জন্য বাড়ির ছাদে চলে এলো হেলিকপ্টার। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি পূর্ণিমা বৃষ্টি—এরকম গল্পেই বিজ্ঞাপনটি তৈরি।
এদিকে, সাইমন বর্তমানে কাজ করছেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের ছেলে’ সিনেমায়। শুটিং শেষ হয়েছে ‘দায়মুক্তি’ ছবির। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আনন্দ অশ্রু’সহ বেশ কিছু চলচ্চিত্র।