Home / মিডিয়া নিউজ / সামুদ্রিক মাছের সাথে ভিডিও, তোপের মুখে শিল্পা

সামুদ্রিক মাছের সাথে ভিডিও, তোপের মুখে শিল্পা

সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে যান শিল্পা শেট্টি। সেখানে মাছের সঙ্গে ভিডিও তুলে ফের সোশ্যাল

মিডিয়ায় তোপের মুখে পড়লেন এই অভিনেত্রী। স্বামী রাজ কুন্দ্রা এবং ছেলে ভিভানের সঙ্গে মালদ্বীপে

ছুটি কাটাতে যান শিল্পা শেট্টি৷ সেখানে সমুদ্র থেকে মাছ ধরার সরঞ্জাম দিয়ে একটি মাছ তুলে সেটি

ভিডিও করেন তিনি৷ এরপর মাছটি আবার সমুদ্রে ছেড়েও দেন৷ তবে ভিডিওটি আপলোড হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে নেতিবাচক কমেন্টে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া৷

এক ভক্ত লেখেন- “যদি আপনি মাছটি খেতে চাইতেন সেটা খেতে পারতেন কিন্তু ওই ধারালো সরঞ্জাম দিয়ে মাছটি ধরে এতক্ষন ভিডিও করলেন৷ এতে তো মাছটিকে যন্ত্রনা দেওয়া হল৷ প্রানীটিকে যন্ত্রনা দিয়ে আপনি কি মজা পেলেন?” অন্যদিকে পিটা-এর কতৃপক্ষ তাকে উদ্দেশ্য করে লেখেন- “আপনি যেটা করেছেন সেটা গ্রহণযোগ্য নয়৷ একটি ধারালো হুক দিয়ে একটা প্রানীকে আহত করতে পারেন না৷ তার ওপর আপনি পেটা-র সদস্য৷”

যদিও তাকে নিয়ে বিরূপ মন্তব্য হওয়ার পাশাপাশি তার সপক্ষেও এসেছেন অনেকে৷ একজন কমেন্ট করে জানান- “এটা ঠিক না, সেলিব্রিটি বলে ফিসিং করতে পারবেন না এটা তো কোন কথা নয়৷ ফিসিং পৃথিবীর সকলেই করতে পারে৷” যদিও বিষয়টি নিয়ে নিয়ে শিল্পা নিজেও চুপ ছিলেন না। তবে কাউকে ব্যক্তিগত আক্রমন না করে হালকা মেজাজে তিনি পোস্টে কমেন্ট করে জানান, “ডিয়ার ইনস্টাফ্রেন্ডস, আমি ব্যক্তিগত ভাবে নিরামিষভোজী নই৷ কিন্তু আমি সেই মাছটাকে ছেড়ে দিই এবং সে সুস্থ আছে৷”

সামুদ্রিক মাছের সাথে ভিডিও, তোপের মুখে শিল্পা

প্রসঙ্গত, এর আগেও দুবাইতে একটি চিড়িয়াখানায় গিয়ে শিম্পাঞ্জিকে নিয়ে মুখ বিকৃতি করে ছবি তোলার জন্য ট্রোলড হয়েছিলেন তিনি৷ তবে সেসময় কিছু বলেননি শিল্পা।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *