বলিউডের সবচেয়ে প্রত্যাশিত ছবিগুলোর একটি সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। ছবিটি ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে। জানা গেছে এই ছবিতে অভিনয় করবেন রাখি সাওয়ান্ত।
সম্প্রতি রাখি সাওয়ান্তকে একটি গাড়ির শো রুমের বাইরে দেখা গেছে। তখন তাকে এক পাপারাজ্জি জিজ্ঞেস করেছেন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ প্রসঙ্গে। অভিনেত্রী জানান, সালমান রাখিকে ওজন কমাতে বলেছেন এই ছবির জন্য। ছবির একটি গানে দেখা যাবে তাকে। জানান, ওজন কমাতে গ্লুটেন-ফ্রি ডায়েট শুরু করেছেন তিনি।
‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ এই ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। চলতি মাসেই শুটিং শুরু কবে এই ছবির। জানা গেছে, ছবির জন্য মুম্বাইতে তৈরি করা হচ্ছে বিশাল সেট।
সাজিদ নাদিয়াদওয়ালার ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এই নির্মাতার সঙ্গে শেষবার সালমান খান কাজ করেছেন ‘কিক’ ছবিতে। বক্স অফিসে ভালো ব্যবসা করে ‘কিক’। তাই নির্মাতারা আশা করছেন এই ছবিও বক্স অফিস কাঁপাবে। বলিউড হাঙ্গামা