Home / মিডিয়া নিউজ / আমার মধ্যে কোনো চাপ অনুভব হচ্ছে না: নিপুণ

আমার মধ্যে কোনো চাপ অনুভব হচ্ছে না: নিপুণ

শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। তার প্রতিদ্বন্দ্বী গেল দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তবে সেটা নিয়ে মোটেও বিচলিত নন নিপুণ। জানালেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ নিশ্চিত!

সকাল ৯টা থেকে শুরু হয়েছে দুই বছর মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। এদিন শুরু থেকেই নির্বাচনস্থলে উপস্থিত হন নিপুণ। নিজের প্যানেলের সদস্যদের নিয়ে আগত অভিনয়শিল্পীদের সাথে কুশলবিনিময় করতেও দেখা যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে এই সাধারণ সম্পাদক প্রার্থীকে নির্বাচন কেন্দ্রের কাছাকাছি ছুটে যেতে দেখা যায়। যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন জায়েদ খান। এসময় গণমাধ্যমকর্মীদের সামনেই জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ তুলেন নিপুণ। যদিও তখনই বিষয়টি অস্বীকার করেন জায়েদ।

এসময় নিপুণ জায়েদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘চার বছর জায়েদ খান যদি এতো কাজ করে থাকে তাহলে ভোটারদের টাকা দিচ্ছে কেন?’

তিনি বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি গান বানিয়েছিলাম। এই গান কেন বানিয়েছি সেই প্রমাণ নিশ্চয়ই সবাই এখন পাচ্ছেন। নির্বাচন কমিশনে জায়েদের টাকা দেয়ার বিষয়ে জানিয়েছি। কমিশন বলছে জায়েদ আসছে না, এজন্য বাধ্য হয়ে মিডিয়ার কাছে অভিযোগ বিষয়ে মুখ খুলেছি।

নিপুণ বলেন, তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার মধ্যে কোনো চাপ অনুভব হচ্ছে না।

ভোটারদের টাকা দেয়ার অভিযোগে জায়েদ আগেই গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন,‘মিথ্যা একটি অভিযোগ এনে নির্বাচনের ইমেজ নষ্ট করা হচ্ছে। তিনি বলেন, ‘ভোটারদের টাকা নয়, নির্বাচনের ব্যাজ পরিয়ে দিচ্ছিলাম।’

নির্বাচন কমিশনের বরাতে দুপুর সোয়া ২টার দিকে নিপুণ গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, জুম্মার নামাজের বিরতির আগ পর্যন্ত মোট ১২০টি ভোট পড়েছে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *