Home / মিডিয়া নিউজ / তারকা বনে বাসে-অটোতে চড়তে পারতেন না আমির

তারকা বনে বাসে-অটোতে চড়তে পারতেন না আমির

তারকাখ্যাতি পেতে কে না চায়? কিন্তু তারকা বনে যাওয়ার পরে খ্যাতির বিড়ম্বনাতেও পড়তে হয়। ঠিক যেমনটা হয়েছিল আমির খানের সঙ্গে। পুরনো এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, তারকা বনে যাওয়ার পরের বিড়ম্বনার কথা।

১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল আমিরের ‘কেয়ামত সে কেয়ামত তাক’। অভিনেতার প্রথম ছবি। ছবিটি মুক্তির পর সুপার হিট হয়। সেই সময় তিনি অনুভব করতে শুরু করেন, রাস্তায় লোকে তাকে চিনতে শুরু করেছিল। চলাফেরা করা মুসকিল হয়ে উঠছিল তার।

আমির এই প্রসঙ্গে বলেন, ‘লোকজন আমাকে দেখতে আসতো সব জায়গায়। রাস্তায় হাঁটতে পারতাম না। আমার কোনো গাড়ি ছিল না তখন। আগে বাসে এবং অটোতে চলাফেরা করলেও ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এর পরে নিজের চাচার গাড়ি ব্যবহার করতাম। কোথাও গেলে লোকজনের ভিড় জমে যেত।’

আজ আমির খানের ৫৭তম জন্মদিন। আমির খানের আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। তার বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর খান। ছবিতে মোনা সিং এবং নাগা চৈতন্যকেও মুখ্য ভূমিকায় দেখা যাবে। কমেডি-ড্রামাটি ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *