Home / মিডিয়া নিউজ / আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই: মেহজাবীন

আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই: মেহজাবীন

‘আমি শুধু একা নই, প্রত্যেক শিল্পীর ২-৩ দিনে এক নাটকে কাজ করে পরের দিন আরেক শুটিংয়ে যেতে হয়। এতো কম সময়ে এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণ করার কষ্টটা আমরা যারা শিল্পী তারাই শুধু বুঝি। তাই আমি মনে করি আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি।’

কথাগুলো বলছিলেন নাটকের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন অভিনীত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘সাবরিনা’ মুক্তি পেতে যাচ্ছে ১৭ মার্চ। মঙ্গলবার দুপুরে সিরিজটি নিয়ে ডেইলি স্টার ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এসব কথা বলেন মেহজাবীন।

আশফাক নিপুণের পরিচালনায় এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা।

মেহজাবীন বলেন, আমরা অনেক বেশি খাটতে পছন্দ করি এবং অন্যদের চেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। এজন্য আমরা অনেক বেশি পরিশ্রমী, তাই অনেকটাই আমরা সফল হতে পারি। যদিও বাজেট কম থাকে তবুও আমরা সবসময় অসাধারণ কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এতে শিল্পীদের পাশাপাশি পরিচালক, টেকনিক্যাল টিম ক্রু সবার ক্রেডিট থাকে।

আশফাক নিপুণের পরিচালনায় নির্মিত হয়েছে নারীকেন্দ্রিক গল্পের ওয়েব সিরিজ ‘সাবরিনা’। এই গল্পের টিজার রিলিজের জন্য ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে বেছে নেয়া হয়েছে বলে জানান নিপুণ। টিজারের শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। মেহজাবীন ছাড়াও আরেক সাবরিনার চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা।

প্রকাশিত টিজার থেকে নিশ্চিত হওয়া যায় যে সুনিপুণ নির্মাণে আশফাক নিপুণ ওয়েব সিরিজের প্রচলিত ধারা ভেঙে একটি প্রতিশ্রুতিশীল গল্প বলার চেষ্টা করেছেন। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।

আশফাক নিপুণ সম্পর্কে মেহজাবীন বলেন, আমার চোখে যদি তিন জন ভালো পরিচালক থাকেন তবে তিনের মধ্যে আশফাক নিপুণ একজন। তার সঙ্গে কাজ করলে সবসময় অন্যরকম গল্প পাওয়া যায়। যে আমাকে ভালো গল্প এনে দিতে পারে তার প্রতি আমার সফটকর্নার কাজ করে। সেদিক থেকে আশফাক নিপুণ অবশ্যই শতভাগ সফল।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *