Home / মিডিয়া নিউজ / সাদেক বাচ্চু আঙ্কেলকে ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ উৎসর্গ করলাম: বাপ্পী

সাদেক বাচ্চু আঙ্কেলকে ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ উৎসর্গ করলাম: বাপ্পী

চলচ্চিত্রে যে কজন মানুষের সঙ্গে বাপ্পী চৌধুরীর পেশার বাইরে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়, সাদেক বাচ্চু ছিলেন তাদের মধ্যে অন্যতম। এই অভিনেতা চলে যাওয়ার পর ভীষণ কষ্ট পেয়েছিলেন বাপ্পী। জানিয়েছিলেন, মাথার উপর থেকে ছায়া হারালেন!

বাপ্পী তার চলচ্চিত্র ক্যারিয়ারে অনেকগুলো সিনেমায় সাদেক বাচ্চুর সঙ্গে কাজ করেন। মজার ব্যাপার হচ্ছে, বেশিরভাগ সিনেমাতে বাপ্পীর শ্বশুর চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু। মারা যাওয়ার পর এ অভিনেতার সর্বশেষ সিনেমা ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পাচ্ছে ১১ ফেব্রুয়ারি।

বর্ষীয়ান এ অভিনেতার প্রতি সম্মান জানিয়ে তাকে এই সিনেমাটি উৎসর্গ করছেন বাণিজ্যিক সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। মঙ্গলবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে বাপ্পী বলেন, সাদেক বাচ্চু আঙ্কেলকে ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ উৎসর্গ করলাম।

বাপ্পী জানান, সাদেক বাচ্চু সবসময় তাকে নিজের অবস্থান শক্ত করার পরামর্শ দিতেন। ব্যক্তিগতভাবে বিভিন্ন উপদেশ দিতেন।

‘সাদেক বাচ্চু আঙ্কেল দুজন মানুষকে নিজের সন্তানের মতো মনে করতেন। উনি সবসময় শাকিব ভাই এবং আমার কথা বলতেন। তার কথা ছিল, আমরা দুজন তার চোখে ছিলাম অন্যরকম। এজন্য আমাদের ব্যক্তিগত জীবনেও তার অন্তরের সম্পর্ক ছিল। সম্পর্কটা এমন ছিল, একবার তিনি (সাদেক বাচ্চু) আমার জন্য ভালো একটি ফ্ল্যাট দেখে কেনার জন্য নিয়ে গিয়েছিলেন।’

বাপ্পীর কথা, এই (সাদেক বাচ্চু) মানুষটা সবসময় উপদেশ দিতেন তরতর করে উপরে গেলে যেন ভেঙে না যাই। কীভাবে আরও উন্নতি করতে পারবো। উনি এখন আমাদের মাঝে বেঁচে নেই। মাঝেমধ্যে তাকে প্রচণ্ডভাবে মিস করি। তার সঙ্গে আমার সর্বশেষ সিনেমা ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ স্মৃতি হয়ে থাকবে। এজন্য তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে আমার সিনেমাটি উৎসর্গ করলাম।

করোনাকালের আগেই মুক্তি চূড়ান্ত ছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। কোভিড পরিস্থিতির কারণে সিনেমাটি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এবার যাই হোক পরিচালক জানান, ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি দেয়া হবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। যে সিনেমায় বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

কমেডি ও ফ্যামিলি ড্রামার সিনেমা ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ রিয়াজ-শাবনূরের সুপারহিট ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়ালে নয়। নির্মাতা দেবাশীষ পরিষ্কার জানিয়েছেন, ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’ নামটা দেশের সিনেমা প্রেমীদের কাছে একটা ব্র্যান্ড। এজন্য তিনি তার নির্মিত আগের সিনেমার নামটা ব্যবহার করেছেন। সব প্রশ্নের উত্তর মিলবে ১১ ফেব্রুয়ারি।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *