বলিউডে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন শহীদ কাপুর। বর্তমানে অভিনেতা অপেক্ষা করছেন ‘জার্সি’ ছবির জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে শহীদ কাপুর জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে।
টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে শহীদ কাপুরকে জিজ্ঞেস করা হয়েছে, বাবা পঙ্কজ কাপুরের মতো লেখালেখি করার পরিকল্পনা আছে কিনা তার। উত্তরে শহীদ বলেন, লেখার ক্ষমতা তার আছে বলে মনে হয় না। যারা লেখালেখি করেন, তাদেরকে খুব আকর্ষণীয় মনে হয় অভিনেতার কাছে। তবে লেখালেখি করার পরিকল্পনা না থাকলেও সিনেমা নির্মাণের ইচ্ছা আছে তার।
অভিনেতা এই প্রসঙ্গে বলেন, ‘আমি অভিনয় ছাড়তে প্রস্তুত নই এখনই। সিনেমা তৈরি একটা ফুল-টাইম কাজ। এটা শুরু করলে অভিনয় ছাড়তে হবে।’
‘কবির সিং’ এর পরে ‘জার্সি’ নিয়ে পর্দায় জাদু দেখানোর অপেক্ষায় আছেন শহীদ কাপুর। এই ছবিতে আরও আছেন ম্রুনাল ঠাকুর।