Home / মিডিয়া নিউজ / আইনি বিপাকে শ্রাবন্তী, হতে পারে জেল!

আইনি বিপাকে শ্রাবন্তী, হতে পারে জেল!

জোরপূর্বক বন্যপ্রাণী আটকে রাখার অভিযোগে টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ ধারায় মামলাটি দায়ের হয়েছে। প্রাণী সুরক্ষা দপ্তর থেকে শ্রাবন্তীকে আইনি নোটিশও পাঠিয়েছে। জানা গেছে, ঘটনায় যদি শ্রাবন্তী দোষী প্রমাণিত হন তবে সাত বছরের জেলেও হতে পারে তার !

এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন—‘বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে, এ পরিস্থিতিতে আমি কোনো মন্তব্য করব না।’ তবে শ্রাবন্তীর আইনজীবী এস কে হাবিব উদ্দিন বলেন, ‘আমরা এখনো তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করিনি। খুব শিগগির দেখা করে সঠিক অভিযোগটি জানব।’

এদিকে বন অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ‘এভাবে বন্য প্রাণী বন্দি করে রাখা শুধু অপরাধই নয়, তার মতো একজন পাবলিক ফিগার যদি এমন কাজ করেন তা বাকিদেরও উৎসাহ জোগাবে। তদন্তে তার পূর্ণ সহযোগিতা করা উচিত। তবেই বন্যপ্রাণী সংরক্ষণের এই কাজে আমরা লড়তে পারব।’

গেল ১৫ জানুয়ারি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। সেখানে একটি বেজি শাবককে কোলে নিয়ে ছিলেন শ্রাবন্তী। তবে বেজির শাবকটির গলায় বেল্ট পরানো ছিল, সঙ্গে যুক্ত ছিল বেশ ভারী একটি শিকল।

ছবিটির ক্যাপশনে লিখেছেন শ্রাবন্তী লিখেছিলেন, ‘আকস্মিকভাবে ছোট্ট কিউট বন্ধুর সঙ্গে দেখা।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘লাভ অ্যানিমেলস। কিউটিপাই।’ আর সেই ছবি নিয়েই নেটিজেনদের তোপের মুখে পড়েন এই টলি অভিনেত্রী।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *