Home / মিডিয়া নিউজ / শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন অভিনেতা ডা. এজাজ

শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন অভিনেতা ডা. এজাজ

অভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয় ডাক্তার এজাজ। পাশাপাশি তিনি ‘গরীবের ডাক্তার’ হিসেবেও সুপরিচিত। এবার তিনি শিল্পীদের ফ্রি চিকিৎসা দিচ্ছেন।

অভিনয় শিল্পী সংঘের উদ্যোগে প্রতিমাসের প্রথমদিন শিল্পীদের বিনামূল্যে চেকআপ ও চিকিৎসা দিচ্ছেন ডাক্তার এজাজ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত নিকেতনে শিল্পী সংঘের অফিসে অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তিকরসহ একাধিক শিল্পীদের চেকআপ করিয়েছেন।

উর্মিলা বলেন, প্রতি মাসের ১ তারিখে এজাজ ভাই শিল্পীদের কার কী স্বাস্থ্যবিষয়ক সহায়তা প্রয়োজন, সেই অনুযায়ী ব্যবস্থাপত্র দেবেন।

শিল্পীদের পাশাপাশি ক্যামেরাম্যান, লাইটম্যান ও প্রোডাকশনের কর্মীরাও বিনামূল্যে এই চিকিৎসা সেবা পাবেন।

আগে থেকেই সাধারণ মানুষের জন্য ভিজিট ফি কম নেন ডা. এজাজ। তাই তাকে সবাই ‘গরীবের ডাক্তার’ বলে ডাকেন। তবে দর্শকের কাছে তার বড় পরিচয় দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা।

ডা. এজাজের নতুন খবর হলো তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।

১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর করেন। অভিনয় জগতে তার পদার্পণ নন্দিত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। ‘তারকাটা’ চলচ্চিত্রের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *