Home / মিডিয়া নিউজ / এখনও প্রশ্নবানে জর্জরিত হতে হয়: শেলী মান্না

এখনও প্রশ্নবানে জর্জরিত হতে হয়: শেলী মান্না

নায়ক মান্না নেই ১৪ বছর। তাকে হারানোর শোক এখনও বয়ে বেড়াচ্ছেন স্ত্রী শেলী মান্না। একমাত্র সন্তান সিয়ামকে নিয়ে জীবন কাটাচ্ছেন। তবে মান্নাপুত্র সিয়াম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফিল্ম এবং মিডিয়া স্টাডিজ নিয়ে লেখাপড়া করছেন।

শুধু মৃত্যুদিনে মান্নাকে স্মরণ নয়, বরং প্রতিটি দিনই শেলী মান্না তার স্বামী মান্নাকে স্মরণ করেন।

চ্যানেল আই অনলাইনকে শেলী মান্না বললেন, মান্না এখনও আমার অনুভূতির সবটুকু জায়গা জুড়ে মিশে আছে। আমার কাছে প্রতিটি দিনই মান্নার প্রয়াণ দিবস। সবসময় তার জন্য দোয়া করি, মান্না যেখানে আছেন সেখানে যেন শান্তিতে থাকেন।

‘১৪ বছর আগে মান্না মারা যাওয়ার পর একমাত্র পুত্রকে নিয়ে একাকী জীবনযাপন করছি’ উল্লেখ করে শেলী মান্না বলেন, এই কঠিন পৃথিবীতে আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে একাকী বসবাস করছি। চারপাশে মুখোশধারী মানুষ। আমাদের অনেকভাবে অনিষ্ঠ করেছে। তবে আমি আজও মান্নার স্মৃতি নিয়ে বেঁচে আছি, ভালো আছি। সে আমার সামাজিক ও মানসিক সাপোর্ট।

তিনি বলেন, কোটি কোটি টাকার বিনিময়ে মান্নাকে আর ফিরে পাবো না। তার চলে যাওয়ার যে শূন্যতা আমার ও আমার সন্তানের মধ্যে সেটা কোনোদিনই পূরণ হবে না। তবে আমার সন্তানের জন্য সবসময় উজ্জীবিত থাকি। মান্নাকে দেশের কোটি কোটি মানুষ আজও ভালোবাসে। তাদের মাঝে মান্না আজীবন বেঁচে থাকবেন। আমার বিশ্বাস, তাদের দোয়ায় মান্না শান্তিতে আছেন।

এতোকিছুর পর মাঝেমধ্যে শেলী মান্নাকে কাঠগড়ায় তোলেন অনেকেই। তিনি জানালেন, ‘এখনও প্রশ্নবানে জর্জরিত হতে হয়।’

শেলী মান্না বলেন, আমি নারী বলে এতোকিছু শুনতে হবে? আমি কি সারাজীবন ডিপ্রেশনে থাকবো? আমার সন্তানের মধ্যে এই প্রভাব যদি কোনোভাবে পড়ে তাকে কে দেখবে? ব্যবসা বাণিজ্য যা আছে দেখার জন্য আমাকে এগিয়ে যেতে হবে। এজন্য মান্নার কোটি কোটি ভক্তদের সাপোর্ট আমার প্রয়োজন। তারা যদি আমাকে সাপোর্ট করে তবে আমি সামনে এগুতে পারবো।

পুত্র সিয়ামকে নিয়ে শেলী মান্না বলেন, করোনাকালীন সিয়ামের সেমিস্টার বন্ধ ছিল। কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন সে দেশে আছে। শিগগির চলে যাবে। মান্না চলে যাওয়ার পর সিয়ামের মিডিয়ার প্রতি আগ্রহ জন্মায়। এ কারণে সে লস এঞ্জেলসে লেখাপড়া করছে। ভেবেছিলাম ক্যামেরার সামনে কাজ করবে। এখন দেখছি সে ক্যামেরার সামনেই আসতে চায় না।

পুত্রকে নিয়ে শেলী মান্না বলেন, সিয়াম ক্যামেরার পিছনে কাজ করতে চায়। সে ফটোগ্রাফি, এডিটিং, ডিরেকশন সবকিছু নিয়ে লেখাপড়া করছে। স্টাডি সাবজেক্ট এটা। আমার মনে হয় দুই বছর পর সে পরিচালক হিসেবে কাজ শুরু করতে পারবে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *