Home / মিডিয়া নিউজ / শীর্ষ অবস্থানে যাওয়ার জন্য অভিনয় করি না: পারসা ইভানা

শীর্ষ অবস্থানে যাওয়ার জন্য অভিনয় করি না: পারসা ইভানা

ভ্যালেন্টাইনে প্রচারিত অসংখ্য নাটকের ভিড়ে নির্মাতা কাজল আরেফিন অমির ‘দই’ নাটকে শাবনূর চরিত্রটিতে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন পারসা ইভানা!

তিনি জানালেন, ভ্যালেন্টাইনে তিনি এই একটি মাত্র কাজে অভিনয় করেছেন। তবে কাজের সংখ্যা একটি হলেও ‘দই’ নাটকটি থেকে দর্শকের তুমুল বাহবা কুড়াচ্ছেন!

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ইভানা বলেন, সংখ্যায় বেশি কাজের চেয়ে একটি কাজের মাধ্যমে আলোচনায় আসাটা পজিটিভ দিক। এটার প্রমাণ ‘দই’। শাবনূর চরিত্রটি এখন মোটামুটি হিট। সত্যি কথা বলতে, আমার কোনো ধারণাই ছিল না যে এতো ভালো সাড়া পাবো। এবার এই একটি কাজ দিয়ে দর্শক আমাকে দেখেছেন। সবাই ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছেন।

‘আইসিইউ’ নাটকের পর আবারও অমির সঙ্গে কাজে যুক্ত হলেন ইভানা। তিনি বলেন, অমি ভাইয়ের টিম ম্যানেজমেন্ট খুবই গোছানো। সবাই যেন একটি গোছানো পরিবার। পরিচালক হিসেবে অমি ভাই একেবারে ধরে ধরে কাজ করেন। যতক্ষণ পর্যন্ত তিনি খুশী না হবেন ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যান। তার টিমে কাজ করে কখনও মনে হয়নি যে আমি বাইরের কেউ।

পারসা ইভানা জানান, গত ২ বছর অনেক ধরনের চরিত্র করেছেন। তাই নির্দিষ্ট কোনো চরিত্রে তার বিশেষ দুর্বলতা নেই। তার কথা, শাবনূর চরিত্রটি হিট হওয়ায় এ ধরনের চরিত্র করার জন্য অনেকেই বলছেন। কিন্তু আমি অনেক চরিত্রে নিজেকে পোর্ট্রে করতে চাই। বারবার একই ধরনের চরিত্র করতে চাই না। চ্যালেঞ্জিং চরিত্রগুলো করতে পারলে নিজে স্বাচ্ছন্দ্যবোধ করবো।

‘শাবনূর’ নামটি সিনেমার জনপ্রিয় নায়িকার। কথা প্রসঙ্গে সিনেমাতে কাজের প্রসঙ্গ জানতে চাইলে ইভানা জানান, ভিন্ন ধারার সিনেমাগুলো ভালো লাগে তার। যেখানে অভিনয়ের জায়গা বেশি থাকে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘মনপুরা’ ‘আয়নাবাজি’ টাইপের সিনেমা করবো। যদি কখনও এ ধরনের ফিল্মে সুযোগ পাই তাহলে করবো।

পারসা ইভানা বলেন, যদিও আমি নাচের মঞ্চ থেকে উঠে এসেছি; নাচ আর অভিনয় কখনও মিলাই না। আমার নাচের ধরন ফিল্মি স্টাইলের না। আমি ক্লাসিক্যাল নাচ করতাম। আমার বেসিক ভরত নাট্যম, জাতীয় শিশু পর্যায়ে গোল্ড মেডেলও পেয়েছি। তাই সিনেমাতে যে ধরনের নাচ হয় সেখানে আমি কমফোর্ট ফিল করি না। আমার নাচের প্যাটার্নটা একেবারে আলাদা।

চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’র মঞ্চে উঠে আসেন পারসা ইভানা। ২০১৪ সালের নাচের ওই রিয়্যালিটি শো-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। পরে অঞ্জন আইচের ‘পঞ্চমীর চাঁদ’ নাটকে পীর ফকিরের চরিত্রে অভিনয় করেন। সংলাপ ছাড়া এক্সপ্রেশন দিয়ে অভিনয় করে প্রশংসা পান তিনি।

কাজটির পর দর্শকদের প্রশংসায় ইভানা অভিনয়ে নিয়মিত হন। তিনি জানান, গত কয়েক বছরে প্রায় ৮০টির মতো নাটকে করেছেন তিনি।

পারসা ইভানা বলেন, লাইমলাইটে আসার জন্য কাজ করি না বা টপ পজিশনে যাওয়ার জন্য অভিনয় করি না। অভিনয়ের এই কাজটা আমি খুব ভালোবাসি। শুরু থেকে যে কাজগুলো করেছি, চেষ্টা করেছি শতভাগ মনোযোগ দিয়ে করার। মাথায় কখনই কাজ করেনা আমার পরে যারা এসেছে তারা আগে উঠে যাচ্ছে, আমি কেন পারছি না! আমি আমার কাজটা করে যেতে চাই।

নাচের মঞ্চ থেকে উঠে এসে অভিনয়ে মনোযোগী হয়েছেন পারসা ইভানা। তিনি মনে করেন, একজন অভিনেত্রী হিসেবে সব ধরনের কাজ করা উচিত। তিনি বলেন, সেটা হোক ‘দই’ এর মতো কাজ কিংবা আমার ঘটিগরম নামে একটি চ্যালেঞ্জিং চরিত্রের মতো কাজ। আমি মনে করি, শুধু ভিউ বেশির কাজ না, সব ধরনের কাজ করা উচিত এবং আমি সেটাই করার চেষ্টা করছি।

টিভি নাটকে নির্দিষ্ট কয়েকজন শিল্পী দাপিয়ে কাজ করছেন। তাদের নিজেদের বাইরে অনেকে কাজের সুযোগ পান না। কিছুদিন আগেও এই বিষয়টির মুখোমুখি হয়েছিলেন ইভানা। তিনি বলেন, এমনটা হওয়া উচিত না। সবার সবার সঙ্গে কাজ করা উচিত। মিলেমিশে কাজ করলে কাজটা আরও ভালো হবে। কিন্তু একেক জনের একেক স্ট্রাটেজি থাকে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কারও সাথে কোনো সমস্যা নেই। অভিনয়ের স্পেস থাকলে ব্যাটেবলে মিললে আমি সবার সাথে কাজ করে যাবো।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *